কাঠমান্ডু ও দিল্লি, 13 জুন : ভারত-নেপাল সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ । কিছুদিন আগেই ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত কালাপানি, লিপুলেখ পাস ও লিম্পিয়াধুরা এলাকাকে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল । এবার সেই মানচিত্রে সিলমোহর দিল নেপালের পার্লামেন্টে । আজকের বিশেষ অধিবেশনে দেশের মানচিত্র পরিবর্তন সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী বিলের পক্ষে ও বিপক্ষে মত নেওয়া হয় ।
নেপালের পার্লামেন্টের মুখপাত্র সংবাদসংস্থা PTI-কে আজ সকালে জানিয়েছিলেন, " পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সাংবিধানিক সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে । আলোচনা শেষে বিলের পক্ষে ও বিপক্ষে মত নেওয়া হবে । " তিনি আরও জানিয়েছিলেন, পার্লামেন্টে আজই বিল নিয়ে ভোটাভুটির পর্ব মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হবে ।
গতমাসে নেপালের তরফে যে মানচিত্র প্রকাশ করা হয়েছিল, তাতে সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের পার্বত্য এলাকার বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে নেপাল । এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত সরকার । দিল্লির তরফে বলা হয়েছিল, "নেপালের এই মানচিত্রের কোনও ঐতিহাসিক ভিত্তি নেই এবং একতরফাভাবে এই মানচিত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" এদিকে নেপালের বর্তমান বিরোধী দল নেপালি কংগ্রেস জানিয়েছিল, তাঁরা সংশোধনী বিলের পক্ষেই মত জানাবে ।