বাহরাইচ, 23 মে : উত্তরপ্রদেশে আটকে থাকা 26 জন নাগরিককে ফিরিয়ে নিল নেপাল । গত সন্ধ্যায় তাঁদের দেশে ফেরানো হয় । দিল্লির তাবলিঘি জামাতে অংশ নিয়েছিলেন এই 26 জন । লকডাউনের কারণে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় আটকে পড়েছিলেন তাঁরা । প্রথমে তাঁদের ফেরাতে চায়নি নেপাল প্রশাসন । অবশেষে তাঁদের রুপাইদিহা সীমান্ত দিয়ে নেপালে ফেরানো হবে বলে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয় ।
তাবলিঘি জামাতে অংশ নেওয়া 26 নাগরিককে ফিরিয়ে নিল নেপাল - লকডাউন আপডেট
বাহরাইচের পুলিশ সুপারিডেনটেন্ট বিপিন মিশ্র এই বিষয়ে জানান, নেপাল প্রশাসন 26জন নাগরিককে ফেরাতে প্রাথমিকভাবে অস্বীকার করছিল । কারণ তাঁরা নিজ়ামউদ্দিনে তাবলিঘি জামাতে অংশ নিয়েছিলেন ।
বাহরাইচের SP বিপিন মিশ্র এবিষয়ে জানান, নেপাল প্রশাসন প্রাথমিকভাবে 26 জন নাগরিককে ফেরাতে অস্বীকার করছিল । কারণ ওঁরা নিজ়ামউদ্দিনে তাবলিঘি জামাতে অংশ নিয়েছিলেন । অন্যান্য দেশের অনেকে সেই ধর্মীয় জমায়েতে অংশ নিয়েছিলেন । এবং তাঁদের মধ্যে অনেকে কোরোনায় আক্রান্ত হন ।
শেষ দুইদিন ধরে 26 জন নাগরিককে রুপাইদিহা সীমান্ত দিয়ে ফেরাতে অস্বীকার করলেও, এর আগে 2738 জন নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছিল নেপাল । ভারতের তরফে 2811 জনকে ফেরানো হয়, যাঁরা প্রতিবেশী দেশে লকডাউনের কারণে আটকে পড়েছিলেন । নেপালের নির্দিষ্ট কয়েকটি জেলা , যেমন – বাঙ্কে, দং, বর্দিয়া এবং রুকুম-র অধিবাসীদের রুপাইদিহা সীমান্ত দিয়ে ফিরতে অনুমোদন দেওয়া হয়েছে ।