পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদি-শাহ'র বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার তামিল লেখক

সম্প্রতি, CAA ইশুতে সোশাল ডেমোক্র্যাটিক পার্টির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানেই এক বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করেন তামিলনাড়ুর লেখক নেল্লাই কান্নন । তার জেরেই গতকাল গ্রেপ্তার করা হয় তাঁকে।

kannan
ছবি

By

Published : Jan 2, 2020, 7:54 AM IST

বেঙ্গালুরু, 2 জানুয়ারি : CAA ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ৷ যার জেরে গ্রেপ্তার তামিলনাড়ুর লেখক নেল্লাই কান্নন । অভিযোগকারীর দাবি, নেল্লাই যে মন্তব্য করেছেন তাতে প্রাণ সংশয় হতে পারে মোদি ও শাহ'র ৷ অভিযোগের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানো, ইচ্ছাকৃতভাবে অপমান ও শান্তিভঙ্গের চেষ্টাসহ একাধিক ধারায় নেল্লাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷

সম্প্রতি, CAA ইশুতে সোশাল ডেমোক্র্যাটিক পার্টির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানেই একটি ভিডিয়ো ঘিরে ঘটনার সূত্রপাত । CAA সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে এক বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে কান্নন সেদিন বলেন, "যদি অমিত শাহ শেষ হয়ে যান তাহলে মোদিও শেষ হয়ে যাবেন । আমি আশা করছিলাম, আপনারা সেই রকমই কিছু করবেন । কিন্তু কেউই এটা করছেন না ।" একথা বলার পর হাসতে থাকেন কান্নন । এই ভিডিয়ো ভাইরাল হয় ৷ তারপরই নেল্লাই জেলার BJP সভাপতি দয়াশংকর নেল্লাই কান্ননের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগপত্রে লেখেন, কান্ননের মন্তব্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাণ সংশয় হতে পারে । এরপর সোমবার রাজ্য BJP-র মুখপাত্র নারায়ণন তিরুপতি নেল্লাইয়ের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন ।

নেল্লাইকে গ্রেপ্তার করতে মঙ্গলবার তাঁর বাড়িতে যায় পুলিশ । কিন্তু সে সময় বুকে ব্যথা অনুভব করায় লেখককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 504, 505(1) ও 505(2) ধারায় মামলা দায়ের হয়েছে ।

এদিকে, নেল্লাইয়ের গ্রেপ্তারির দাবিতে মারিনা বিচে প্রতিবাদ মিছিল করে BJP। সেই সভা থেকে পুলিশ পন রাধাকৃষ্ণণ, এইচ রাজাসহ একাধিক BJP কর্মী-সমর্থককে আটক করে ।

ABOUT THE AUTHOR

...view details