দিল্লি, 4 জানুয়ারি : বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাইরে আন্দোলন চলছে । প্রায় দেড় মাস হতে চলল রাজপথের দখল নিয়েছেন কৃষকরা । এরই মধ্যে গুজব ছড়িয়েছিল, রিলায়েন্স গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র । এবার সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রিলায়েন্স গ্রুপ । পরিষ্কার জানিয়ে দেওয়া হল, চুক্তিভিত্তিক অথবা কর্পোরেট কৃষি ব্যবসায় প্রবেশের কোনও পরিকল্পনা রিলায়েন্স গোষ্ঠীর নেই ।
সংস্থার তরফে আরও জানানো হয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড কোনওদিনই কর্পোরেট ফার্মিং বা কনট্রাক্ট ফার্মিংয়ের জন্য কৃষিজমি কেনেনি । আগামীদিনেও এমন কিছু করার পরিকল্পনা নেই ।
রিলায়েন্স ইন্ডস্ট্রিজ় লিমিটেডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রিলায়েন্স কখনও কৃষকদের থেকে সরাসরি খাদ্যশস্য কেনে না । সংস্থার সরবরাহকারীরা ন্যূনতম সহায়ক মূল্যেই কৃষকদের থেকে ফসল কেনে । পাশাপাশি এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, রিলায়েন্স কম দামে দীর্ঘমেয়াদি ক্রয় সংক্রান্ত কোনও চুক্তিতে কখনও প্রবেশ করেনি বা সংস্থার সরবরাহকারীরা কৃষকদের কাছ থেকে পারিশ্রমিক মূল্যের চেয়ে কম দামে কিনতে চায়নি ।