দিল্লি, 11 অগাস্ট : দেশের অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে কয়েকটি স্কিম প্রয়োগ করা প্রয়োজন ৷ আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন , MGNREGA ও NYAY প্রকল্পগুলির বাস্তবায়ন করা প্রয়োজন ৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই প্রকল্পগুলি আনা প্রয়োজন ৷ MGNREGA হল মহাত্মা গান্ধি ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ৷ NYAY হল কংগ্রেসের প্রস্তাবিত ন্যূনতম আয় যোজনা ৷
স্যুট-বুট-লুট সরকার কি গরিবদের দুঃখ বুঝবে ? টুইট রাহুলের - কংগ্রেস নেতা রাহুল গান্ধির টুইট
রাহুল গান্ধি বলেন , MGNREGA ও NYAY স্কিমগুলির বাস্তবায়ন করা প্রয়োজন ৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই ক্লিমগুলি আনা প্রয়োজন ৷
কোরোনা প্যানডেমিক চলায় ক্রমবর্ধমান কাজের চাহিদা ও সুযোগকে বাড়াতে কেন্দ্রকে MGNREGA প্রকল্পটিকে প্রয়োগের অনুরোধ জানিয়েছে কংগ্রেস ৷ আজ রাহুল টুইট করে লেখেন, " এই দুটি প্রকল্প প্রয়োগ করলে দেশের অর্থনীতির জন্য তা লাভজনক হবে ৷ MGNREGA প্রকল্পটি শহরাঞ্চলে যাদের চাকরি নেই , বেকার ৷ তাদের ক্ষেত্রে সুবিধা হবে ৷ এছাড়াও NYAY প্রকল্পটি চালু করলে দেশের গরিব মানুষদের উপকার হবে ৷ " তিনি আরও লেখেন, " স্যুট-বুট-লুট সরকার কি গরিবদের দুঃখ বুঝতে পারবে ? " টুইটের সঙ্গে একটি MGNREGA প্রকল্পের চাহিদার গ্রাফও আপলোড করেছেন তিনি ৷
কোরোনা প্যানডেমিকের জন্য দেশজুড়ে চলছে লকডাউন ৷ কংগ্রেস দেশের গরিবদের সাহায্যার্থে কেন্দ্র সরকারকে প্রতিটি জন ধন, পেনশন ও PM - কিষান অ্যাকাউন্টে 7,500 টাকা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছে ৷ এর আগে, 2019 ভোটের সময় কংগ্রেস বলেছিল, লোকসভা ভোটে জিতলে NYAY স্কিমটির বাস্তবায়ন করা হবে ৷