দিল্লি, 9 সেপ্টেম্বর : গতকালের রিপোর্টে একদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও, 24 ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের একদিনে আক্রান্তের সংখ্যা 90 হাজার ছুঁইছুঁই । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 89 হাজার 706 ৷ এরই সঙ্গে দেশের কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 43 লাখের গণ্ডি । বর্তমানে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 43 লাখ 70 হাজার 128 জন ৷
দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কয়েকদিনে একটু হলেও কমেছে মৃতের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 115 জনের ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 73 হাজার 890 জন ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে 33 লাখ 98 হাজার 845 জন ৷ বর্তমানে দেশে সুস্থতার হার 77.32 শতাংশ । পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 লাখ 97 হাজার 394 জন ৷