দিল্লি, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা এবং দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্চ করে সুপ্রিম কোর্টে পিটিশন । ন্যাশনাল কনফারেন্সের দুই সাংসদ মহম্মদ আকবর লোন ও হাসনায়েন মাসুদি এই পিটিশন ফাইল করেন । আবেদনে দুই সাংসদ কেন্দ্রীয় সরকারের নেওয়া এই পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছেন ।
ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা গ্রেপ্তার হয়েছেন । গ্রেপ্তার কাশ্মীরের কয়েকশো রাজনৈতিক নেতাও । 5o হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন উপত্যকায় । ন্যাশনাল কনফারেন্স দাবি করেছে যে সংবিধানের আওতায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে । রাষ্ট্রপতির নির্দেশে এটা বাতিল হওয়া অসাংবিধানিক । তাছাড়া জম্মু ও কাশ্মীর বিধানসভারও সম্মতি নেওয়া হয়নি । তাই রাষ্ট্রপতির আদেশ সাংবিধানিকভাবে অবৈধ । যদিও সরকার আগেই জানিয়েছে, রাজ্য যেহেতু রাষ্ট্রপতির শাসনে ছিল । তাই জম্মু ও কাশ্মীর বিধানসভার ক্ষমতা সংসদের উপর ন্যাস্ত ছিল এবং রাজ্যের পক্ষে কথা বলার ক্ষমতা ছিল ।