কোন্দাগাঁও, 30 মে: ছত্তিশগড়ে ধনোরা পুলিশের উপর হামলা চালাল মাওবাদীরা। গতকাল মাওবাদী অধ্যুষিত এলাকায় কোয়ারানটিন সেন্টার পরিদর্শনের যায় পুলিশ। সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পুলিশ পালটা গুলি চালালে মাওবাদীরা জঙ্গলের দিকে পালিয়ে যায়।
ছত্তিশগড়ে পুলিশের উপর মাওবাদী হামলা - Chhattisgarh
ছত্তিশগড়ে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় হয় গতকাল। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ মাওবাদীদের ব্যবহৃত বেশকিছু জিনিস উদ্ধার করেছে।
Naxal
ঘটনার পর তল্লাশি চালিয়ে পুলিশ মাওবাদীদের ব্যবহৃত বেশকিছু জিনিস উদ্ধার করেছে। উদ্ধার করা হয়েছে স্টিলের বাসনপত্র, প্লাস্টিকের জার, তাঁবু, পত্রিকা, মাওবাদীদের ইউনিফর্ম, কিছু লেখাসহ অন্যান্য কিছু জিনিসপত্র।
23 মে ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তাবাহিনী-মাওবাদী সংঘর্ষ হয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই মাওবাদীর। SP শাহলাভ সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ওইদিন পুলিশ গাদিরাস জঙ্গলে দুই মাওবাদীকে গুলি করে খতম করে।