গোয়া, 23 ফেব্রুয়ারি : আজ সকালে নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল নৌ-সেনা বাহিনীর একটি যুদ্ধবিমান ৷ তবে, MiG-29K বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন ৷ সরকারি বিবৃতি অনুযায়ী, ঘটনার পর্যাপ্ত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
আজ দুপুরে নৌ-সেনার তরফে টুইট করে জানানো হয়, "আজ সকাল সাড়ে 10টা নাগাদ MiG-29K বিমানটি গোয়ার কাছে রুটিন প্রশিক্ষণ করছিল ৷ সেসময় সেটি ভেঙে পড়ে যায় ৷ তবে, পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন এবং তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ ঘটনায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷" বিমানটি গোয়ার কাছে ভাস্কোর INS হংসা বেস থেকে উড়েছিল ৷