পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাব মন্ত্রিসভা থেকে ইস্তফা সিধুর, রাহুলকে পদত্যাগপত্র টুইট - panjab cabinet

আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিজের পদত্যাগপত্র টুইট করেন সিধু । কংগ্রেস সূত্রে খবর, 10 জুন রাহুলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিধু ।

নভজ্যোত সিং সিধু -ফাইল ছবি

By

Published : Jul 14, 2019, 12:55 PM IST

Updated : Jul 14, 2019, 1:45 PM IST

পঞ্জাব, 14 জুলাই: জল্পনা চলছিল কয়েকদিন ধরেই । অবশেষে নিজের পদত্যাগপত্র প্রকাশ্যে আনলেন নভজ্যোত সিং সিধু । আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিজের পদত্যাগপত্র টুইট করেন সিধু । কংগ্রেস সূত্রে খবর, 10 জুন রাহুলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিধু ।

BJP থেকে কংগ্রেসে যাওয়ার পর পঞ্জাবে ভোটে দাঁড়িয়েছিলেন এই প্রাক্তন জাতীয় ক্রিকেটার । জিতেওছিলেন । তাঁকে পঞ্জাবের পর্যটন দপ্তরের মন্ত্রী করেছিল দল। কিন্তু প্রথম থেকেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে বিভিন্ন ইশুতে বনিবনা হচ্ছিল না সিধুর । তাই মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল ।

সেই জল্পনারই অবসান হল আজ । সিধুর টুইট থেকে স্পষ্ট 10 জুন রাহুলের কাছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছিলেন তিনি । আজ টুইট করে সেই চিঠি প্রকাশ্যে আনলেন সিধু নিজেই । পরে তিনি টুইট করে জানান, পদত্যাগের একটি কপি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছেও পাঠাবেন ।

Last Updated : Jul 14, 2019, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details