কারওয়ার (কর্নাটক), 26 এপ্রিল: যুদ্ধবিমান বহনকারী INS বিক্রমাদিত্যে আগুন লেগে মৃত্যু হল এক নৌসেনা অফিসারের । কর্নাটকের কারওয়ার বন্দরে ঢোকার মুখে যুদ্ধবিমানবাহী জাহাজটিতে আগুন ধরে যায় । মৃত নৌসেনা অফিসার হলেন লেফটেনন্ট কমান্ডার ডি এস চৌহান । তবে জাহাজে থাকা কর্মী ও নৌসেনা আধিকারিকদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে ।
আগুনের জেরে জাহাজের ভিতর কালো ধোঁয়ায় ঢেকে যায় । ফলে শ্বাসরোধ হয়ে জ্ঞান হারান লেফটেনন্ট কমান্ডার চৌহান । নৌসেনা জানিয়েছে, INS বিক্রমাদিত্যে আগুন ধরে যাওয়ার পর সাহসের সঙ্গে তা মোকাবিলা করেছিলেন লেফটেনন্ট কমান্ডার চৌহান । কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার মুহূর্তে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । পরে ওই নৌসেনা আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ।
INS বিক্রমাদিত্যে আগুন, মৃত নৌসেনা অফিসার - ডি এস চৌহান
যুদ্ধবিমান বহনকারী INS বিক্রমাদিত্যে আগুন লেগে মৃত্যু হল এক নৌসেনা অফিসারের । মৃত নৌসেনা অফিসার হলেন লেফটেনন্ট কমান্ডার ডি এস চৌহান ।
ডি এস চৌহান
বন্দরে ঢোকার মুখে INS বিক্রমাদিত্যে আগুন কী ভাবে ধরল, তা নিয়ে তদন্ত শুরু করেছে নৌসেনা । একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌসেনা ।
Last Updated : Apr 26, 2019, 10:28 PM IST