দিল্লি, 18 জুন : সোমবার রাতে লাদাখে চিনা সেনার সংঘর্ষে এখনও পর্যন্ত শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান । এনিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, "গালওয়ানের এই ঘটনা জাতীয় ভাবাবেগে বড়সড় ধাক্কা দিয়েছে ।"
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের রাস্তা তৈরি নিয়ে মে মাসের শুরু থেকেই মুখোমুখি হয় দুই দেশের সেনা । নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি সামাল দিতে একাধিক বৈঠক করেন দু'দেশের কমান্ডাররা । কিন্তু সোমবার রাতে হঠাৎই উত্তপ্ত হয় পরিস্থিতি । দু'পক্ষের সংঘর্ষকে ঘিরে শহিদ হন তিন ভারতীয় সেনাকর্মী ৷ গুরুতর জখম হন 17 জন ৷ পরে ভারতীয় সেনার তরফে জানানো হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷ এই বিষয়টি নিয়ে কার্যত সতর্ক করলেন প্রাক্তন রাষ্ট্রপতি । বলেন, "লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আমাদের জাতীয় কৌশলগত স্বার্থের জন্য যথেষ্ট উদ্বেগজনক । শুধু তাই নয়, গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপরও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে ।"