পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাতীয় ভোটার দিবসে মোদির মুখে নির্বাচন কমিশনের প্রশংসা - তরুণ প্রজন্ম

সোমবার জাতীয় ভোটার দিবস৷ 1950 সালের 25 জানুয়ারি পথচলা শুরু হয় জাতীয় নির্বাচন কমিশনের৷ সেই উপলক্ষেই 2011 সাল থেকে এই দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়৷ তরুণ প্রজন্মকে ভোটদানে উৎসাহিত করতেই এই আয়োজন৷ এদিন, দেশের ভোট প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের অবদানের জন্য় তাদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

National Voters Day occasion to appreciate EC's remarkable contribution: PM
জাতীয় ভোটার দিবসে মোদির মুখে নির্বাচন কমিশনের প্রশংসা

By

Published : Jan 25, 2021, 3:28 PM IST

দিল্লি, 25 জানুয়ারি :জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার এই উপলক্ষে তিনি বলেন, জাতীয় ভোটার দিবস এমন একটা অনুষ্ঠান, যেখানে ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোকে পোক্ত করতে নির্বাচন কমিশনের অবদানের প্রশংসা করা যায়৷ মোদির মতে, ভারতে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে কমিশনের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ৷ এদিন এই প্রসঙ্গে একটি টুইটও করেন প্রধানমন্ত্রী৷ লেখেন, ‘‘ভোটার তালিকায় নাম তোলাটা যে কতটা জরুরি, সে বিষয়ে মানুষকে, বিশষত তরুণ প্রজন্মকে সচেতন করার ক্ষেত্রেও এই দিনটির ভূমিকা গুরুত্বপূর্ণ৷‘‘

‘আমাদের ভোটারদের ক্ষমতায়ন, সজাগ, সুরক্ষিত ও অবগত করাই‘ এবারের জাতীয় ভোটার দিবসের থিম ৷ নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণের সম্ভাবনা তৈরির পাশাপাশি কোরোনা আবহেও যাতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে পারে, এবারের জাতীয় ভোটার দিবসে তার উপরও জোর দেওয়া হয়েছে ৷

2011 সাল থেকে আমাদের দেশে জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে ৷ প্রতি বছর 25 জানুয়ারি এই দিনটি পালন করা হয়৷ প্রসঙ্গত, 1950 সালে এই দিনটাতেই জাতীয় নির্বাচন কমিশনের আত্মপ্রকাশ ঘটেছিল৷ সেই ঐতিহাসিক ঘটনাকে স্বীকৃতি দিয়েই এই আয়োজন৷

আরও পড়ুন:সাধারণতন্ত্র দিবসের মহড়ায় মোদি

নাগরিকদের মধ্য়ে ভোটদান সম্পর্কে সচেতনতা ও উৎসাহ বাড়ানোর জন্য়ই এই পদক্ষেপ৷ মূলত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়৷

ABOUT THE AUTHOR

...view details