পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধ্যানচাঁদ ও জাতীয় ক্রীড়া দিবস - 'wizard' Major Dhyan Chand

বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রত্যেক বছর 29 অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় । কোরোনা প্যানডেমিকের কারণে এই বছর 29 অগাস্ট রাষ্ট্রপতি ভবনে ভার্চুয়ালি অনুষ্ঠানটি হয় ।

National Sports Day 2020
ধ্যানচাঁদ ও জাতীয় ক্রীড়া দিবস

By

Published : Aug 29, 2020, 12:05 PM IST

Updated : Aug 29, 2020, 3:22 PM IST

জাতীয় ক্রীড়া দিবস । বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রত্যেক বছর 29 অগাস্ট দিনটি পালন করা হয় । প্রত্যেকের জীবনে খেলাধুলোর গুরুত্ব এবং প্রতিদিনের ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে দিনটি দেশজুড়ে পালিত হয় । শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলো গুরুত্বপূর্ণ । যে ব্যক্তি খেলাধুলা করেন, তিনি সবসময় সুস্থ থাকেন । সেক্ষেত্রে শরীরকে সবসময় ফিট এবং সুস্থ রাখার জন্য খেলাধুলোর গুরুত্ব কতটা, তা ছড়িয়ে দেওয়া দিনটির মূল লক্ষ্য।

আজকের দিনে ভারতের রাষ্ট্রপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিদের খেলরত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এবং ধ্যানচাঁদ পুরস্কার-সহ বড় বড় পুরষ্কারে সম্মানিত করে থাকেন।

কখন ও কেন জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়

জাতীয় ক্রীড়া দিবস কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে পালিত হয় । তাঁকে সর্বকালের সেরা হকি খেলোয়াড় বলা হয়ে থাকে । এই বছর তাঁর 115 তম জন্মদিন । তাঁর যাদুকরী স্পর্শ, দুর্দান্ত নিয়ন্ত্রণ, সৃজনশীলতা এবং অসাধারণ গোল-স্কোরিংয়ের জন্য তিনি "দ্য উইজার্ড" নামে খ্যাত । তিনি তাঁর নেতৃত্বে ভারতীয় হকিকে আরও উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন।

এই প্রয়াত হকি খেলোয়াড়1928, 1932, 1936 -এই তিন বছরেই অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন । 1926 থেকে 1948 পর্যন্ত এই 22 বছরে 400-র বেশি গোল করেছেন । এই দিনটি খেলাধুলার প্রয়োজনীয়তার পাশাপাশি হকিতে তাঁর অবদানকেও তুলে ধরে ।

মেজর ধ্যানচাঁদ

ভারতের সর্বশ্রেষ্ঠ হকি খেলোয়াড় 'মেজর ধ্যানচাঁদ সিং'-এর জন্ম 1905 সালের 29 অগাস্ট । এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন । প্রাথমিক শিক্ষা লাভের পরে তিনি 1922 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ।

ধ্যানচাঁদ ছিলেন একজন সত্যিকারের ক্রীড়াবিদ । সুবেদার মেজর তিওয়ারি তাঁকে হকি খেলতে উদ্বুদ্ধ করেছিলেন । তিনি নিজেও একজন ক্রীড়াপ্রেমী ছিলেন । ধ্যানচাঁদ তাঁর তত্ত্বাবধানে হকি খেলা শুরু করেছিলেন ।

খেলায় অসামান্য পারফরম্যান্সের কারণে 1927 সালে ধ্যানচাঁদকে 'ল্যান্স নায়েক' হিসাবে নিয়োগ করা হয় এবং 1933 সালে তিনি ভারতীয় হকি দলের অধিনায়ক থাকাকালীন নায়েক ও সুবেদার পদে পদোন্নতি লাভ করেন । পরবর্তীতে লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন এবং অবশেষে মেজর পদে উন্নতি হয়েছিল তাঁর।

ধ্যানচাঁদ সিং

হকিতে ধ্যানচাঁদের অবদান ও দিনটি উদযাপনের ইতিহাস

খেলাধুলোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া ছাড়াও এই বিশেষ দিনটি ক্রীড়া ইতিহাস এবং সংস্কৃতিতে চাঁদের অর্জন ও অবদানকেও তুলে ধরেছে । ধ্যানচাঁদ সিং অল্প বয়সেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং তাঁর কোচ পঙ্কজ গুপ্তের কাছ থেকে হকি খেলা শিখেছিলেন । তিনি দ্রুত বল ড্রিবলিংয়ের কৌশলটি গ্রহণ করেছিলেন যার ফলে তিনি ভারতীয় হকি দলের অধিনায়ক হন । অসাধারণ দক্ষতার কারণে তাঁর নাম রাখা হয়েছিল 'চাঁদ' ।

এরকম কিংবদন্তি খেলোয়াড়কে শ্রদ্ধা জানাতে সরকার 2012 সাল থেকে তাঁর জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিওয়া হয়েছিল । তিনি পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত একমাত্র হকি খেলোয়াড় ।

হকির জাদুকর ধ্যানচাঁদ সিং
  • জাতীয় ক্রীড়া দিবস হকি কিংবদন্তি ধ্যানচাঁদকে উৎসর্গ করে পালন করা হয় ।
  • ধ্যানচাঁদ 1905 সালের 29 অগাস্ট প্রয়াগরাজে (তৎকালীন এলাহাবাদ) জন্মগ্রহণ করেছিলেন ।
  • যে সকল খেলোয়াড়রা দেশকে গর্বিত করে তুলেছে , তাঁদের এই দিনেই পুরস্কার প্রদান করা হয় ।
  • প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনার পরে ধ্যানচাঁদ সেনাবাহিনীতে যোগ দেন ।
  • ধ্যানচাঁদের হকি নিয়ে বিশেষ আগ্রহ ছিল না । সেনাবাহিনীর সুবেদার-মেজর বালে তিওয়ারি প্রথমে ধ্যানচাঁদের হকি দক্ষতা পর্যবেক্ষণ করেছিলেন ।
  • ধ্যানচাঁদ তিনটি অলিম্পিক গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ধ্যানচাঁদ অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেয়েছিলেন 1928 সালে ।
  • তিনি 1932 এবং 1936 সালে অলিম্পিক গেমসে ভারতের হয়ে আরও দুটি স্বর্ণপদক জিতেছিলেন ।
  • 1936 সালে বার্লিন অলিম্পিকে জার্মান স্বৈরশাসক হিটলারকে স্যালুট দিতে অস্বীকার করেছিলেন ।
  • হল্যান্ডের একটি ম্যাচ চলাকালীন, তার হকি স্টিকটি ভেঙে দেওয়া হয়েছিল । এটিতে একটি চৌম্বক আছে কি না তা দেখার জন্য ।
  • 1956 সালে চাঁদকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়েছিল ।
  • আজকের দিনে অ্যাথলিটরা এবং তাঁদের কোচরা রাজীব গান্ধি খেলরত্ন, অর্জুন, ধ্যানচাঁদ এবং দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করা হয় ।
  • টেনজ়িং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড, মৌলানা আবুল কালাম আজ়াদ (MAKA) ট্রফি ইত্যাদি এই তালিকায় অন্তর্ভুক্ত করা রয়েছে ।

তাঁর প্রতি শ্রদ্ধা

  • ভারতীয় ডাক বিভাগ তাঁর সম্মানে স্ট্যাম্প জারি করেছিল ।
  • তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য দিল্লির জাতীয় স্টেডিয়ামের নামকরণও করা হয়েছিল মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম ।
পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ধ্যানচাঁদ

কোরোনা প্যানডেমিকে জাতীয় পুরস্কার সম্মান প্রদান অনুষ্ঠান

কোরোনা প্যানডেমিকের কারণে এই বছর জাতীয় ক্রীড়া পুরস্কার বাছাইয়ের প্রক্রিয়াটি অনেক দেরি হয়েছে । মন্ত্রণালয় সাধারণত এপ্রিলে পুরস্কারের জন্য মনোনয়নের আমন্ত্রণ জানায় এবং তাদের প্রদানের অনুষ্ঠান হয় 29 অগাস্ট । ভারতীয় ক্রীড়া মন্ত্রক অগাস্টে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকের তালিকা ঘোষণা করে । বিচারপতি (অবসরপ্রাপ্ত) মুকুন্দকাম শর্মার নেতৃত্বাধীন বাছাই প্যানেল ক্রীড়া মন্ত্রকের কাছে অর্জুন পুরস্কারের জন্য 29 জনের নাম প্রস্তাব করেছিল ।

কোরোনা প্যানডেমিকের কারণে এই বছর 29 অগাস্ট রাষ্ট্রপতি ভবনে ভার্চুয়ালি অনুষ্ঠান প্রদান করা হয় ।

Last Updated : Aug 29, 2020, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details