পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

খেলো ইন্ডিয়ার উদ্বোধনে অসম যাচ্ছেন না প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদি

সময়ের অভাবে গুয়াহাটিতে 10 জানুয়ারি খেলো ইন্ডিয়া-র উদ্ধোধনে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী । এর আগে গতবছরের ডিসেম্বরে গুয়াহাটিতে বাতিল হয়েছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক ।

Khelo India
ফাইল ছবি

By

Published : Jan 8, 2020, 7:05 PM IST

Updated : Jan 8, 2020, 8:25 PM IST

দিল্লি, 8 জানুয়ারি : অসমে খেলো ইন্ডিয়া-র উদ্ধোধনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী । 10 জানুয়ারি গুয়াহাটিতে "খেলো ইন্ডিয়া ইউথ গেমস"-র উদ্বোধনে থাকার কথা ছিল নরেন্দ্র মোদির । কিন্তু সময়ের অভাবে সেই আমন্ত্রণ রাখতে পারছেন না প্রধানমন্ত্রী ।

জানা গেছে, "সময়ের অভাবে" খেলো ইন্ডিয়ার উদ্বোধনে গুয়াহাটিতে থাকতে পারবেন না বলে ক্রীড়ামন্ত্রক এবং অসম সরকারকে জানিয়েছেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদি যে থাকবেন না, সেই কথা নিশ্চিত করেছেন অসম BJP-র মুখপাত্র দেওয়ান ধ্রুব জ্যোতি মরাল । তাঁকে উদ্ধৃত করে সংবাদসংস্থা IANS জানিয়েছে, "রাজ্যের তরফে তাঁকে (প্রধানমন্ত্রী) আহ্বান করা হয়েছিল । কিন্তু তিনি সময় দিতে পারবেন না বলে জানিয়েছেন ।"

প্রসঙ্গত, অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU) এবং নর্থ ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন (NESO)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এর আগে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল । বলা হয়েছিল, উত্তর-পূর্বের সর্বত্র প্রতিবাদের মুখে পড়বেন তাঁরা । CAA ও NRC নিয়ে বিক্ষোভের জেরে গতবছরের ডিসেম্বরে গুয়াহাটিতে বাতিল হয় জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক । এবার খেলো ইন্ডিয়ার উদ্বোধনে সময়ের অভাবে আসা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়ার মতো প্রতিযোগিতাগুলিকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে । এ-বছরে খেলো ইন্ডিয়ায় 6,800 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন । গতকালই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন খেলো ইন্ডিয়া শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি একটি বিপ্লব । যুবসমাজ ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর একটা মঞ্চ হল খেলো ইন্ডিয়া । "

Last Updated : Jan 8, 2020, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details