ওসাকা, 28 জুন : বর্ধিত শুল্ক, জঙ্গি সমস্যা সহ একাধিক ইশুকে সামনে রেখে G-20 সম্মেলনে নরেন্দ্র মোদি । শুক্রবার থেকে শুরু হচ্ছে G-20 সম্মেলন । বৃহস্পতিবারই জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবে ।
জাপানে প্রধানমন্ত্রী, G-20-র ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক ঘিরে পারদ চড়ছে
G-20 সম্মেলনের ফাঁকে বেশ কিছু রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে মোদির । G-20 সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদির দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ।
G-20 সম্মেলনের ফাঁকে বেশ কিছু রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে মোদির । 2022-এ স্বাধীনতার 75 বছরকে সামনে রেখে G-20 সম্মেলনকে পাখির চোখ করছেন মোদি । এশিয়ার বাজারে চিনের বারবাড়ন্তকে রুখতে এবং নিজেদের শুল্কনীতিকে মজবুত করা দিল্লির অন্যতম লক্ষ্য । আন্তর্জাতিক অর্থনীতিতে দিল্লির ভূমিকাকে আরও দৃঢ় করা প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য ।
সম্প্রতি শুল্ক নিয়ে দিল্লি-ওয়াশিংটন ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে । অ্যামেরিকা থেকে ভারত যেসব পণ্য আমদানি করে, উন্নয়নশীল দেশ হিসেবে এবং সবচেয়ে বেশি আমদানিকারী হিসেবে অনেক ক্ষেত্রেই ছাড় পেত ভারত । কিন্তু গত 1 জুন থেকে সেই সুবিধা তুলে নেয় ওয়াশিংটন । আবার 15 জুন থেকে ভারত 28 টি পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে । এই পরিস্থিতিতে G-20 সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদির দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ।