দিল্লি, 24 মার্চ: রবিবার প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন জনতা কারফিউয়ের ৷ সেই ডাকে দেশজুড়ে মিলেছে বিপুল সাড়া ৷ বিকেল পাঁচটায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদজ্ঞাপনে অংশ নিয়েছেন এক ফুটপাথবাসীও, এমনই এক ভিডিয়ো টুইটে পোস্ট করলেন প্রধানমন্ত্রী ৷
জনতা কারফিউয়ের দিন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানাতে বিকেল পাঁচটায় বাড়ির বারান্দা থেকে কাঁসর-ঘন্টা বাজানোর অনুরোধ করিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ রাস্তার ধারে ত্রিপল ঢাকা অস্থায়ী ঘরে বসবাসকারী এক মহিলাও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাজিয়েছেন থালা ৷ সেই ভিডিয়ো রিটুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
ভিডিয়োটি প্রথমে টুইটারে পোস্ট করেন এক সাংবাদিক ৷ তিনি লিখেছিলেন, ‘‘ একজন সাধারণ নাগরিকের তরফ থেকে আওয়াজ ৷ #জনতা কারফিউ ৷’’ সেটি রিটুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আসুন আমরা এই মায়ের ভাবনাকে সম্মান জানিয়ে বাড়িতে থাকি ৷ তিনি আমাদের এই বার্তা দিচ্ছেন ৷’’
প্রধানমন্ত্রীর ডাক দেওয়া জনতা কারফিউয়ের সময়সীমা ছিল সকাল সাতটা থেকে রাত নটা ৷ কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয় বিকেল পাঁচটা থেকে ৷ বহু জায়গায় দেখা যায় থালা-বাসন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ, বিভিন্ন জায়গায় জমায়েত করে উল্লাসে মাততেও দেখা যায় ৷
কোরোনা সংক্রমণ রোধে ডাক দেওয়া জনতা কারফিউয়ের মূল উদ্দেশ্য বিফলে যায় বিকেল পাঁচটার জনসমাবেশে ৷