দিল্লি, 4 মে : কোরোনা পরিস্থিতি নিয়ে জোট নিরপেক্ষ দেশগুলি (NAM)-র সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দিল্লির মসনদে আসার পর এই প্রথমবার NAM অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী ।
ভারতীয় সময় অনুযায়ী আজ বিকেল সাড়ে চারটে নাগাদ ভিডিয়ো কনফারেন্স শুরু হবে । ভিডিয়ো কনফারেন্সে উপস্থিতি থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও । সূত্রের খবর, আগামীদিনে NAM-এর সদস্য দেশগুলিকে একসঙ্গে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী ।
2014 সালে প্রধানমন্ত্রীর পদে আসার পর থেকে এই প্রথমবারের জন্য NAM-এর বৈঠকে অংশ নিতে চলেছেন নরেন্দ্র মোদি । এর আগে 2016 ও 2019 সালের NAM বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি । ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পরপর এভাবে NAM বৈঠকে অনুপস্থিত থাকার ঘটনা দেশের ইতিহাসে এর আগে ঘটেনি ।
2016 সালে ভেনিজ়ুয়েলা ও 2019 সালে আজ়েরবাইজান বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তৎকালীন উপরাষ্ট্রপতি । NAM -এর বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর শেষ উপস্থিতি ছিল 2012 সালের তেহরানের বৈঠকে । সেসময়ে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ।