পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শুধু পার্টনারশিপ নয়, অ্যামেরিকার সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও গভীর: মোদি - Narendra Modi Sppech at Motera

আজ দেশে অ্যামেরিকার প্রেসিডেন্ট । আহমেদাবাদে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হল তাঁকে ৷ এরপর সবরমতীর গান্ধি আশ্রম ঘুরে দেখেন ট্রাম্প। পরে মোতেরা স্টেডিয়ামে বক্তব্য রাখেন তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভূতপূর্ব উত্থানের কথা উঠে আসে অ্যামেরিকার প্রেসিডেন্টের বক্তব্যে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে উঠে আসে দুই রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

By

Published : Feb 24, 2020, 5:25 PM IST

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রেসিডেন্ট বন্ধু ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদে পা রেখেছেন ঠিক 11টা 40 মিনিট নাগাদ । সঙ্গে রয়েছেন স্ত্রী মেলানিয়া । আজ তাঁদের নিয়ে মহাত্মা গান্ধির স্মৃতিবিজড়িত সবরমতী আশ্রম হয়ে মোতেরায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নিজে আশ্রম ঘুরিয়ে দেখান সস্ত্রীক প্রেসিডেন্টকে । সাহায়্য করেন চরকা কাটতে। ভারত সফরে ট্রাম্পের অভ্যর্থনার প্রথম থেকেই ছিল উষ্ণতার ছোঁয়া । সেই উষ্ণতা মোতেরাতে বক্তব্য পেশ করার সময়ও বজায় রইল। ইতিহাস ফিরে ফিরে আসে । ঠিক পাঁচ মাস আগের কথা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যামেরিকা সফর শুরু করেছিলেন 'হাউডি মোদি' অনুষ্ঠানের মাধ্যমে । এরপর তাঁর বন্ধু ট্রাম্প ভারত সফর শুরু করলেন 'নমস্তে ট্রাম্প' দিয়ে। বর্ণাঢ্য মোতেরায় প্রায় এক লাখ দর্শকের সামনে বক্তব্য পেশ করার সময় দুই রাষ্ট্রের গভীর বন্ধুত্বের কথা উঠে এল মোদির ভাষণে ।

অ্যামেরিকার প্রেসিডেন্টকে ভারতের প্রধানমন্ত্রী স্বাগত জানালেন বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ভারতে । বললেন, এটা গুজরাত । তবে শুধু গুজরাত নয় । গোটা দেশ আজ ট্রাম্পকে স্বাগত জানিয়ে উচ্ছ্বসিত । মোতেরা স্টেডিয়ামে মোদির বক্তব্যে উঠে এল নমস্তে শব্দের গভীরতার কথা । বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা সংস্কৃত । সেই ভাষারই একটি শব্দ নমস্তে । এর অর্থ শুধুমাত্র একজন মানুষকে শ্রদ্ধা জানানো তা নয়, এর অর্থ সেই মানুষের অন্তরে থাকা দেবত্বকে সম্মান করা, মনে করালেন প্রধানমন্ত্রী ।

মোতেরা স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের সামনে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে মোদি বারবার তুলে ধরলেন দুই রাষ্ট্রের নৈকট্যের কথা। বললেন, ''শুধুমাত্র পার্টনারশিপ নয়, খুব বড় মাপের একটা সম্পর্ক রয়েছে দুই রাষ্ট্রের মধ্যে । দুটি রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত নিকট, অত্যন্ত গভীর । একটি রাষ্ট্রের দ্বার প্রত্যেকের জন্য অবারিত । অন্য দেশটি সারা বিশ্বকে একটিই পরিবার বলে বিশ্বাস করে । একটি দেশের গর্ব-স্ট্যাচু অফ লিবার্টি, অন্য দেশের গর্ব-স্ট্যাচু অফ ইউনিটি ।'' আদর্শগত ক্ষেত্রেও বেশ কিছু সাদৃশ্য রয়েছে দুটি দেশের ।

এরপর দুই রাষ্ট্রের সুসম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে অ্যামেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রশংসা করেন নরেন্দ্র মোদি । বলেন, তাঁর উপস্থিতি এ দেশকে সম্মানিত করেছে । সুস্থ এবং সুন্দর অ্যামেরিকা গড়ে তুলতে মেলানিয়ার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী । নিজের প্রশংসা শুনে হাসতে দেখা যায় মেলানিয়াকে । অন্যদিকে, মোদির প্রশংসা করতে আজ কার্পণ্য করেননি ট্রাম্প । তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে প্রধানমন্ত্রীর অভূতপূর্ব উত্থানের কথা । একই ধারা বজায় রেখেছেন নরেন্দ্র মোদিও । বারবার দুই রাষ্ট্রের মজবুত সম্পর্কের কথা উঠে এসেছে তাঁর ভাষ্য়ে ।

মোতেরায় প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষেও ছিল উষ্ণতার ছোঁয়া । পরস্পরকে আলিঙ্গন করলেন দুই রাষ্ট্র নেতা । গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর অ্যামেরিকা সফরে ''হাউডি মোডি'' অনুষ্ঠানকে মাথায় রেখেই হয়েছিল ''নমস্তে ট্রাম্প''। স্টেডিয়ামে উপস্থিত প্রায় এক লাখ দর্শক সাক্ষী থাকলেন এই ম্যামথ ইভেন্টের । বিপুল সংখ্যক দর্শক ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজ্যপাল আচার্য দেবব্রত, BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

অনুষ্ঠান শেষে আগ্রায় রওনা দেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প ।

ABOUT THE AUTHOR

...view details