পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভাইরাস অদৃশ্য শত্রু, তবে কোরোনা যোদ্ধারা অপরাজেয় : মোদি

আজ সকালে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা যোদ্ধাদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ, খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি ।

By

Published : Jun 1, 2020, 11:46 AM IST

Updated : Jun 1, 2020, 12:25 PM IST

মোদি
মোদি

দিল্লি, 1 জুন : আজ সকালে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানান তিনি । বলেন, "কোরোনা ভাইরাস অদৃশ্য শত্রু হতে পারে । কিন্তু, কোরোনা যোদ্ধারা অপরাজেয় ।" পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, "কোরোনা যোদ্ধাদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ, খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না ।"

আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বার্তা দেওয়ার সময় তিনি আরও বলেন, "ভাইরাস অদৃশ্য শত্রু হতে পারে । কিন্তু, আমাদের যোদ্ধারা, স্বাস্থ্যকর্মীরা অপরাজেয় । অদৃশ্যের সঙ্গে অপরাজেয়র যুদ্ধে আমাদের স্বাস্থ্যকর্মীরাই জয়লাভ করবে আমি নিশ্চিত ।"

তিনি আরও বলেন, "কোরোনা মোকাবিলায় ভারত যে সাহসের সঙ্গে লড়াই করে চলেছে, তাতে স্বাস্থ্য সম্প্রদায় ও কোরোনা যোদ্ধাদের কঠোর পরিশ্রম রয়েছে । এমন কী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও জওয়ানদের মতো । শুধু তাঁদের জওয়ানদের পোশাকটাই নেই ।"

বর্তমানে বহু স্বাস্থ্যকর্মীদের হেনস্থার স্বীকার হতে হচ্ছে । সেই বিষয়ে সকলকে সতর্ক করে তিনি বলেন, "আমি পরিষ্কারভাবে এই বিষয়ে বলে দিতে চাই, প্রথম সারির কর্মীদের বিরুদ্ধে হিংস্রতা, গালিগালাজ ও খারাপ ব্যবহার মেনে নেওয়া হবে না ।"

একদিকে কনটেইনমেন্ট জ়োনগুলিতে 30 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হলেও দেশের বাকি জায়গাগুলোকে আনলক করা হয়েছে । বর্তমানে সারা বিশ্বে মহামারী সংক্রমণের নিরিখে ভারতের স্থান সাত নম্বরে । এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1.9 লাখ রোগী । মারা গিয়েছেন 5,300জন ।

Last Updated : Jun 1, 2020, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details