পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভ্যাকসিন তৈরি হলে তা বণ্টনের জন্য কতটা তৈরি দেশ ? পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী - Narendra Modi

ভ্যাকসিনের ডোজ়গুলি কীভাবে হিমঘরগুলিতে মজুত করা হবে সেই সংক্রান্ত পরিকল্পনার কথা বলা হয়েছে । পাশাপাশি, ভ্যাকসিন ক্লিনিকগুলির পর্যবেক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা এবং সিরিঞ্জগুলির মতো আনুষাঙ্গিক সরঞ্জাম প্রস্তুত ও মজুত করার পরিকল্পনার দিকেও নজর দিতে বলা হয়েছে ।

COVID 19 Vaccine
প্রতীকী ছবি

By

Published : Oct 17, 2020, 6:32 PM IST

দিল্লি, 17 অক্টোবর : কোরোনা ভ্যাকসিন প্রস্তুত হলে, তার বণ্টনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভ্যাকসিন তৈরি হলে তা যাতে দ্রুত দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, তা নিশ্চিত করার জন্য বলেন প্রধানমন্ত্রী । ভ্যাকসিন বণ্টনের পরিকল্পনা করার সময় ভৌগোলিক ব্যাপ্তি ও বৈচিত্রের কথা মাথায় রাখার জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের বলেন তিনি ।

কেন্দ্রের তরফে প্রকাশ করা বিবৃতি অনুযায়ী, এই প্রক্রিয়াটির প্রতিটি পদক্ষেপের ভালোভাবে পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী । ভ্যাকসিনের ডোজ়গুলি কীভাবে কোল্ড স্টোরেজগুলিতে মজুত করা হবে সেই সংক্রান্ত পরিকল্পনার কথাও বলা হয়েছে । পাশাপাশি, ভ্যাকসিন ক্লিনিকগুলির পর্যবেক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা এবং সিরিঞ্জগুলির মতো আনুষাঙ্গিক সরঞ্জাম প্রস্তুত ও মজুত করার পরিকল্পনার দিকেও নজর দিতে বলা হয়েছে ।

কোরোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগের জন্য রয়েছে জাতীয় স্তরের এক বিশেষজ্ঞ দল । এই বিশেষজ্ঞ দলই ভ্যাকসিন মজুত করার বিষয়ে ব্লু-প্রিন্ট, বণ্টন ও ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত বিষয়গুলির উপর নজর রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে ।

প্রসঙ্গত, চলতি মাসেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, আগামী বছরের জুলাইয়ের মধ্যে COVID-19 ভ্যাকসিনের 45-50 কোটি ডোজ় বাজারে আসবে এবং তা 20-25 কোটি মানুষের উপর প্রয়োগ করা যাবে ।

আরও পড়ুন : 2021-র জুলাইয়ের মধ্যে 40-45 কোটি ভ্যাকসিনের ডোজ় বাজারে আসবে : হর্ষ বর্ধন

'সানডে সংবাদ' প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সোশাল মিডিয়ায় ফলোয়ারদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেছিলেন, উচ্চ পর্যায়ের এক বিশেষজ্ঞ দল ভ্যাকসিনের উপর সমস্তরকম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে । স্বাস্থ্যমন্ত্রক একটি ফরম্যাট তৈরি করছে । এই ফরম্যাট প্রত্যেক রাজ্যকে পাঠানো হবে । সেখানে রাজ্যগুলিকে জনসংখ্যা ও অগ্রাধিকার উল্লেখ করে ভ্যাকসিনের চাহিদা উল্লেখ করতে হবে ।

তিনি আরও বলেছিলেন, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সামনের সারিতে অবশ্যই থাকবেন বা বলা চলে অগ্রাধিকার মিলবে সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স, সাফাইকর্মী, আশাকর্মী, নিরাপত্তারক্ষী এবং পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের । অক্টোবরের শেষের মধ্যে ফরম্যাট তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । রাজ্যগুলিকেও নির্দেশমতো সব তথ্য উল্লেখ করে জমা করতে হবে । এছাড়াও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সংক্রান্ত বিষয়ে কী কী প্রয়োজন তাও উল্লেখ করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details