দিল্লি, 29 মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠকে লকডাউনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর । এদিকে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ রবিবার শেষ হতে চলেছে । এখন যে নিষেধাজ্ঞাগুলি রয়েছে তা জারি থাকবে কি না সেই বিষয়ে আগামীকালই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ।
একাধিক রাজ্য থেকে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে । ইতিমধ্যে কয়েকটি রাজ্য নিজেরাই লকডাউন বাড়িয়ে দিয়েছে । কোরোনা সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে কোনও কিছুই তাদের কাছে বাধা নয় বলে জানিয়েছে রাজ্যগুলি ।
কর্নাটকের মতো কয়েকটি রাজ্য ধর্মীয় স্থানগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে । মার্চের শেষে দেশজুড়ে লকডাউন শুরুর পর থেকেই ধর্মীয় স্থানগুলি বন্ধ ছিল ।
ক্যাবিনেট সচিব রাজীব গৌবাও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন । গতকাল অমিত শাহ রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন । মুখ্যমন্ত্রীদের থেকে লকডাউন পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চান তিনি । প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেদের মতামত জানিয়েছেন । গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লকডাউনের পরিস্থিতি ও দেশে কোরোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় ।
অমিত শাহের সঙ্গে গতকাল বৈঠকের পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, আরও দুই সপ্তাহ বাড়তে পারে লকডাউনের মেয়াদ ।
প্রথম তিন দফায় খুব কড়াকড়িভাবে দেশজুড়ে লকডাউন পালন করা হলেও চতুর্থ দফার লকডাউনকে অনেকটাই শিথিল করেছিল কেন্দ্র । চালু হয়েছে বিভিন্ন পরিষেবা । ছাড় দেওয়া হয়েছে একাধিক ক্ষেত্রকে । এখন লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হলে নতুন কী নির্দেশিকা জারি করা হতে পারে তা নিয়ে জল্পনা চলছে।