দিল্লি, 25 ডিসেম্বর : আজ 'অটল ভূজল যোজনা' প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 95তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ ভূগর্ভস্থ জলের ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্য নিয়েই এই প্রকল্প ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা পাঁচ বছর সময়সীমার (2020-2021 থেকে 2024-2025) মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য 6 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷
'অটল ভূজল যোজনা'-য় বরাদ্দ 6 হাজার কোটি, বাজপেয়ির জন্মদিনে ঘোষণা মোদির
আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 95তম জন্মবার্ষিকী উপলক্ষে 'অটল ভূজল যোজনা' প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এই প্রকল্পের লক্ষ্য, সাতটি রাজ্যের কয়েকটি জায়গায় সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে ভূগর্ভস্থ জলের পরিচালনার উন্নতি সাধন ৷ যে সাতটি রাজ্যকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে, সেগুলি হল- গুজরাত, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশ ৷ এই সমস্ত রাজ্যের 78টি জেলার 8,350টি গ্রাম পঞ্চায়েতের সুবিধার জন্য এই প্রকল্পের বাস্তবায়ন করা হবে ৷
আজ বিজ্ঞান ভবনে প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ অনুষ্ঠান শেষে লখনউয়ে লোক ভবনে অটলবিহারী বাজপেয়ির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ৷ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷