পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

17 মে-র পরেও বাড়তে পারে লকডাউন

Narendra Modi
ভিডিয়ো কনফারেন্স নরেন্দ্র মোদির

By

Published : May 11, 2020, 3:44 PM IST

Updated : May 11, 2020, 11:08 PM IST

23:00 May 11

দিল্লি, 11 মে : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী । এই নিয়ে পঞ্চমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি । এবারের বৈঠকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যগুলি কী চাইছে, তার উপর ।

  • ফের আর এক দফা বাড়তে পারে লকডাউন । সন্ধ্যা 7 টা থেকে সকাল 7 টা জারি থাকতে পারে কারফিউ । রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে এই বিষয়ে মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী ।

19:16 May 11

  • কোরোনা পরিস্থিতির যেভাবে মোকাবিলা করেছে ভারত, তা গোটা বিশ্বে স্বীকৃতি পেয়েছে । কেন্দ্রের তরফে সব রাজ্য সরকারগুলিকে এর জন্য ধন্যবাদ জানাই । আগামী দিনেও এইভাবেই একসঙ্গে কাজ করার জন্য রাজ্যগুলিকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী ।
  • কোরোনা পরিস্থিতির মোকাবিলা করতে আমাদের গোটা দেশকে জেলাস্তর পর্যন্ত গিয়ে কাজ করতে হবে । আজকের ভিডিয়ো কনফারেন্স শুরুতে এই বার্তাই দেন প্রধানমন্ত্রী ।
  • দেশের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই অর্থনৈতিক কার্যকলাপ চালু হয়ে গেছে । আগামী দিনে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে ।
  • কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আরও বেশি করে নজর দিতে হবে ।
  • সংক্রমণ রুখতে আগামী দিনেও আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । 'দো গজ় দুরি' মেনে চলতে হবে ।
  • দেশজুড়ে যে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে দেশের গ্রামাঞ্চলগুলিকে যতটা সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে ।

16:33 May 11

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • চলছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক । লকডাউন নিয়ে হতে পারে বড় সিদ্ধান্ত । বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও ।

15:09 May 11

  • কনটেইনমেন্ট জ়োন বাদে রেড জ়োনের বাকি এলাকাগুলিতে লকডাউন আরও শিথিল করা হতে পারে বলে সূত্রের খবর।

15:08 May 11

  • আজকের বৈঠকে কথা বলার সুযোগ পাবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা । এর আগের বৈঠকগুলিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলার সময় পাননি ।
  • বৈঠকে গুরুত্ব পেতে পারে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের সমস্যা । মার্চের শেষ সপ্তাহ থেকে কাজ হারিয়ে অন্য রাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক ।
  • দেশের বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে বহু শ্রমিককে । অনেকে এই ধকল সহ্য করতে না পেরে মারাও গেছেন । সদ্য মহারাষ্ট্রে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন 16 জন শ্রমিক । এই প্রসঙ্গটিও গুরুত্ব পেতে চলেছে বলে সূত্রের খবর ।
  • রাজ্যগুলি থেকে বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও পায়ে হেঁটে বাড়ি ফেরার প্রবণতা বন্ধ হচ্ছে না ।
  • ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের বৈঠকে ।
  • পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকেও চাঙ্গা করতে ঘোষণা করা হতে পারে বিশেষ আর্থিক প্যাকেজ ।

14:59 May 11

  • আজকের বৈঠকে কথা বলার সুযোগ পাবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা । এর আগের বৈঠকগুলিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলার সময় পাননি ।
  • বৈঠকে গুরুত্ব পেতে পারে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের সমস্যা । মার্চের শেষ সপ্তাহ থেকে কাজ হারিয়ে অন্য রাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক ।
  • দেশের বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে বহু শ্রমিককে । অনেকে এই ধকল সহ্য করতে না পেরে মারাও গেছেন । সদ্য মহারাষ্ট্রে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন 16 জন শ্রমিক । এই প্রসঙ্গটিও গুরুত্ব পেতে চলেছে বলে সূত্রের খবর ।

12:36 May 11

  • প্রধানমন্ত্রীর বৈঠকে বলার সুযোগ পাবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই । ফলে বৈঠক বেশ লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে । আলোচনা হতে পারে একাধিক বিষয়ে । পরিযায়ী শ্রমিক, ট্রেন - বিমান পরিষেবা চালু করা , আর্থিক প্যাকেজসহ লকডাউন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে আসবে আজকের বৈঠকে ।
Last Updated : May 11, 2020, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details