দিল্লি, 16 নভেম্বর : মোদি সরকার সংবাদমাধ্যমের বাক স্বাধীনতায় বিশ্বাস করে । ন্যাশনাল প্রেস ডে উপলক্ষ্যে আজ সংবাদমাধ্যমকে অভিবাদন জানিয়ে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ যদিও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে দেশের শাসকদলের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছে বিরোধীরা ৷
টুইটে অমিত শাহ লেখেন, "দেশকে আরও শক্তিশালী করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছেন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ভাই-বন্ধুরা ৷ মোদি সরকার সংবাদমাধ্যমের বাক স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর ৷ যারা সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে তৎপর, তাদের সমর্থন করে না এই সরকার ৷" পাশাপাশি কোরোনা পরিস্থিতির মোকাবিলায় সংবাদমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ বলেন, "অসাধারণ ভূমিকা পালন করেছে মিডিয়া ৷"