পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 16, 2020, 9:13 PM IST

ETV Bharat / bharat

মোদি সরকার সংবাদমাধ্যমের বাক স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর : অমিত শাহ

ন্যাশানাল প্রেস ডে উপলক্ষ্যে সংবাদমাধ্যমকে অভিবাদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট, "যারা সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে তৎপর, তাদের সমর্থন করে না এই সরকার ৷ "

Amit Shah
অমিত শাহ

দিল্লি, 16 নভেম্বর : মোদি সরকার সংবাদমাধ্যমের বাক স্বাধীনতায় বিশ্বাস করে । ন্যাশনাল প্রেস ডে উপলক্ষ্যে আজ সংবাদমাধ্যমকে অভিবাদন জানিয়ে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ যদিও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে দেশের শাসকদলের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছে বিরোধীরা ৷

টুইটে অমিত শাহ লেখেন, "দেশকে আরও শক্তিশালী করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছেন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ভাই-বন্ধুরা ৷ মোদি সরকার সংবাদমাধ্যমের বাক স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর ৷ যারা সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে তৎপর, তাদের সমর্থন করে না এই সরকার ৷" পাশাপাশি কোরোনা পরিস্থিতির মোকাবিলায় সংবাদমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ বলেন, "অসাধারণ ভূমিকা পালন করেছে মিডিয়া ৷"

অন্যদিকে প্রেস কাউনসিল অফ ইন্ডিয়া আয়োজিত একটি ওয়েবিনারে অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, "আমাদের গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর হল সংবাদমাধ্যমের বাক স্বাধীনতা ৷ " তবে এই স্বাধীনতার পাশাপাশি সংবাদমাধ্যমের অনেক দায়বদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন ৷ বলেন, "এটা দায়বদ্ধ স্বাধীনতা ।"

1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছর 16 নভেম্বর ন্যাশনাল প্রেস ডে উদযাপন করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details