পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাম মন্দির নির্মাণে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র', ঘোষণা মোদির - Narendra Modi

রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্রাস্টের নাম হবে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

By

Published : Feb 5, 2020, 11:21 AM IST

Updated : Feb 5, 2020, 12:58 PM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : রাম মন্দির নিয়ে একটি স্বতন্ত্র ট্রাস্ট গঠন করল কেন্দ্র ৷ ট্রাস্টের নাম 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ৷ আজ লোকসভায় একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভায় বাজেট অধিবেশনের পঞ্চম দিনে সভার শুরুতেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন ৷ তিনি বলেন, "আজ আমি যে বিষয় নিয়ে কথা বলব, তা শ্রীরামের জন্মভূমির সঙ্গে জড়িত ৷ অযোধ্যাতে শ্রীরামের জন্মস্থানে রাম মন্দির নির্মাণের সঙ্গে জড়িত ৷ 9 নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট এই মামলার রায় ঘোষণা করেছিল ৷ রায়ে বলা হয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির হবে ৷ সঙ্গে ঘোষণা করেছিল, বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরামর্শ করে সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেবে ৷" সুপ্রিম কোর্ট মন্দির তৈরির বিষয়ে একটি স্বশাসিত ট্রাস্ট গঠনের কথা বলেছিল ৷ আজ সেই নির্দেশ মেনেই মোদির এই ঘোষণা ৷

আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অযোধ্যা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ বলেন, "আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সুপ্রিম কোর্টের আদেশকে মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমার সরকার শ্রীরামের জন্মস্থানে মন্দির নির্মাণে ও এর সঙ্গে জড়িত অন্য বিষয়গুলির জন্য একটি প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, একটি ট্রাস্ট গঠন করা হবে ৷ ট্রাস্টটির নাম হবে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ৷ এই ট্রাস্টটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এই ট্রাস্ট অযোধ্যায় শ্রীরামের জন্মস্থানে মন্দির নির্মাণ ও এর যে কোনও বিষয়ে স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবে ৷"

9 নভেম্বর রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরামর্শ করে সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেবে ৷ এ বিষয়ে মোদি বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অযোধ্যাতে পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে অনুরোধ করা হয়েছে ৷ এই বিষয়ে রাজ্য সরকারও তাদের সমর্থন জানিয়েছে ৷" অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য থাকা জমিটি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে বলেও আজ লোকসভায় জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "ভারতের আদর্শে, মর্যাদায়, ইতিহাসে আমরা অযোধ্যা সম্পর্কে যথেষ্ট পরিচিত ৷ অযোধ্যাতে মন্দিরের নির্মাণ, বর্তমান ও ভবিষ্যতে ভগবান রামের দর্শন করতে আসা দর্শনার্থীদের সংখ্যার কথা মাথায় রেখে সরকার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ অযোধ্যা আইন অনুযায়ী, রাম মন্দিরের জন্য সম্পূর্ণ জমির পরিমাণ প্রায় 67.70 একর ৷ এর মধ্যে মন্দিরের ভিতরের ও বাইরের অংশও অন্তর্ভূক্ত ৷ নবগঠিত 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ট্রাস্টকে এই জমি হস্তান্তর করে দেওয়া হবে ৷"

অযোধ্যা নিয়ে কেন্দ্রীয় সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, তাতে সকলের সমর্থনের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে জানালেন, "দেশের হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন হোক, সবাই আমরা একটা বড় পরিবারের অংশ ৷ এই পরিবারের সব সদস্য সুখি থাকুক, সমৃদ্ধে থাকুক এই ভাবনার সঙ্গেই আমার সরকার 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস' মন্ত্র নিয়ে এগোচ্ছে ৷ আসুন, এই ঐতিহাসিক মুহূর্তে অযোধ্যায় রাম মন্দির তৈরিতে সকলে সকলকে সমর্থন করি ৷"

লোকসভায় মোদির এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্রাস্ট সম্পর্কে আরও কিছু বিষয় সকলের সামনে তুলে ধরেন ৷ তিনি টুইট করেন, 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে মোট 15জন সদস্য থাকবেন ৷ যাঁদের মধ্যে একজন সবসময় দলিত সম্প্রদায়ের থেকে থাকবেন ৷' এরকম একটি সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Last Updated : Feb 5, 2020, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details