দিল্লি, 15 জুলাই : আজ রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল ৷ একই সঙ্গে দেশে প্রকাশিত হয়েছে CBSE বোর্ডের দশম শ্রেণির ফলাফলও ৷ এমনকী CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ও ফল প্রকাশিত হয়েছে আগেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি CBSE বোর্ডে দশম শ্রেণির ফল প্রকাশের পর কৃতকার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি ৷
আজ টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ৷ আমার তরুণ বন্ধুরা, তোমাদের ভবিষ্যতে সাফল্য কামনা করি ৷’’ একই সঙ্গে অকৃতকার্য পরীক্ষার্থীদেরও স্বান্তনা দিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে ৷ অন্য একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘‘ যারা CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফলে খুশি নও, আমি তাদের বলতে চাই একটা পরীক্ষা তুমি কে সেটা বলে দিতে পারে না ৷ তোমাদের জীবন আনন্দে কাটাও ৷ কখনও আশা ছেড়ো না ৷ সর্বদা সামনে তাকাও ৷ তুমি বিষ্ময় ঘটাতে পারো ৷’’