দিল্লি, 6 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষিতে দেশের সংখ্যালঘুদের উপর বৈষম্যমূলক আচরণের অভিযোগ আজ সংসদে অস্বীকার করেন প্রধানমন্ত্রী । পালটা অভিযোগ করেন কংগ্রেসের বিরুদ্ধে । জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, দেশভাগ, 1975 সালের জরুরি অবস্থা এবং 1984-র শিখ বিরোধী লড়াইয়ের জন্য কংগ্রেস দায়ি ।
CAA-র বিরুদ্ধে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিবাদের পথে নিয়ে যাচ্ছে বাম ও কংগ্রেস, এই বলেও অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি । এবং এই আইন যে ভারতীয় নাগরিকদের উপর কোনও প্রভাব ফেলবে না সেই বিষয়েও আশ্বাস দেন । বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনও বৈষম্যমূলক আচরণ করছে না কেন্দ্র ।
কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 'ফাউন্ডিং ফাদারস'(মহাত্মা গান্ধি, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, বল্লবভাই প্যাটেল )- দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন BJP সরকার সেই স্বপ্নপূরণের চেষ্টা করছে । কিন্তু কংগ্রেসের সেই বিষয়েও সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন মোদি ।
দেশভাগের পর পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য জওহরলাল নেহরুর রাজনৈতিক নীতির বিষয়ে মোদি বিস্তারিত কথা বলেন । বিরোধীদের বিতর্কের জবাব দিয়ে নরেন্দ্র মোদি বলেন , "ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পূরণের জন্য দেশের ম্যাপে বিভাজন রেখা টানা হয়েছিল । ভারত দু'ভাগে ভাগ হয়েছিল । দেশভাগের পর অন্য দেশে হিন্দু, শিখ এবং অন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা কল্পনার অতীত ।"
নেহরু-লিয়াকত চুক্তির প্রসঙ্গও আনেন নরেন্দ্র মোদি । এই চুক্তিতে লেখা হয়েছিল পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনও বৈষম্যমূলক আচরণ করা হবে না । কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, নেহরুর মতো একজন ধর্ম নিরপেক্ষ মানুষ কেন সমস্ত নাগরিকের কথা উল্লেখ না করে শুধু ধর্মীয় সংখ্যালঘু মানুষের কথা উল্লেখ করলেন ? নিশ্চয় কোনও কারণ আছে ।
নাগরিকত্ব সংশোধনী প্রসঙ্গে বক্তব্য করেন প্রধানমন্ত্রী । বলেন, ভারতের নাগরিকদের উপর CAA কোনও প্রভাব ফেলবে না । এমনকী সংখ্যালঘুদেরও কোনও ক্ষতি করবে না বলে আশ্বাস দেন ।