পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর - tweet

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরা টুইট করে এই শুভেচ্ছা বার্তা দেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

By

Published : Oct 27, 2019, 10:41 AM IST

Updated : Oct 27, 2019, 11:13 AM IST

দিল্লি, 27 অক্টোবর : দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরা টুইট বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানিয়েছেন ৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও দেশের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷ অসহায়, দুঃস্থদের জীবনে ভালোবাসা ও যত্নের আলো জ্বালানোর জন্য সকলের কাছে আবেদন করেন তিনি ৷

রামনাথ টুইটে লেখেন, 'দেশের নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা ৷ আজকের দিনে আসুন আমরা চেষ্টা করি অসহায়, দুঃস্থদের পাশে দাঁড়ায় ৷ তাঁদের জীবনে ভালোবাসা ও যত্নের আলো জ্বালিয়ে রাখি ৷'

মোদি টুইট করেন, 'দেশবাসীকে দীপাবলির অনেক শুভেচ্ছা ৷ এই আলোর উৎসব প্রত্যেকের জীবনে নতুন আলো নিয়ে আসুক ৷ আমাদের দেশ সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য প্রজ্জ্বলিত হোক ৷'

মোদি এই টুইটের সঙ্গে তাঁর স্বাক্ষর করা একটি ছবিও শেয়ার করেন ৷ যাতে লেখা রয়েছে, 'এই উৎসব আপনাদের জীবনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক ৷'

Last Updated : Oct 27, 2019, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details