পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চৌকিদার-পুত্রের কাজে আপনারা গর্বিত? : মোদি - Junagarh

আজ জুনাগড়ে প্রচারে আসেন নরেন্দ্র মোদি। কংগ্রেসকে তিনি তীব্র আক্রমণ করেন।

নরেন্দ্র মোদি

By

Published : Apr 10, 2019, 1:31 PM IST

জুনাগড়, ১০ এপ্রিল : "পাঁচ বছরে কাজের নথি দেওয়ার জন্য আমি এখানে আপনাদের কাছে এসেছি। এবং আগামী ৫ বছরে আপনাদের কী কী প্রয়োজন? সেই কাজের নির্দেশ নিতে এসেছি। আপনারা কি আপনাদের এই চৌকিদার-পুত্রের কাজে গর্বিত?" আজ গুজরাতে জুনাগড়ে প্রচারে এসে একথা বললেন নরেন্দ্র মোদি।

রাত পোহালেই শুরু হবে প্রথম দফার নির্বাচন। ২০ রাজ্যের নির্বাচন হবে আগামীকাল। ২৩ এপ্রিল গুজরাতে ভোট। তাই জোরকদমে প্রচার করছে BJP। আজ জুনাগড়ে এসে নরেন্দ্র মোদি বলেন, "কেন্দ্রের বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ নেই। তার জন্য কি আপনারা গর্বিত নন? কংগ্রেস দরিদ্র শিশুদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়ে নিজের নেতাদের পেট ভরাচ্ছে। কংগ্রেস গর্ভবতী মহিলাদের জন্য প্রাপ্য টাকা লুট করেছে।"

মোদি আরও বলেন, "কংগ্রেসের দুর্নীতির তালিকায় একটি নতুন নাম নথিভুক্ত হয়েছে। কংগ্রেসের তালিকায় এরকম অনেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নাম আছে। কংগ্রেস নেতাদের তালিকায় প্রমাণ সহ একটি নতুন দুর্নীতি যুক্ত হয়েছে। সেটি হল তুঘলক রোড চুনাভি ঘোটালা কাণ্ড।"

ABOUT THE AUTHOR

...view details