আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : ভারতীয় সেনাকে হেলিকপ্টার সরবরাহ করবে অ্যামেরিকা ৷ এর জন্য 3 বিলিয়ন ডলার চুক্তিতে স্বাক্ষর হবে কাল ৷ আজ গুজরাতের মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷
আজ সপরিবারে ভারত সফরে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ বিমানবন্দর থেকে সরাসরি সবরমতী আশ্রমে যান স্ত্রী-কন্যা-জামাইকে নিয়ে ৷ সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে মোতেরা স্টেডিয়াম উদ্বোধন করতে যান ট্রাম্প ৷ মঞ্চ থেকে তিনি আগত দর্শকদের উদ্দেশে বলেন, অ্যামেরিকা ভারতকে বিশ্বের সেরা ও সবথেকে ভয়ানক মিলিটারি সামগ্রী সরবরাহ করতে প্রস্তুত ৷ মিলিটারি হেলিকপ্টারের এই চুক্তিটি মঙ্গলবার স্বাক্ষর করা হবে বলে জানান তিনি ৷
তিনি বলেন,‘‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাল আমাদের প্রতিনিধিরা ভারতের সঙ্গে 3 বিলিয়ন ডলারের একটি চুক্তি করতে চলেছে ৷ ভারতীয় সেনাবাহিনী এই চুক্তির মাধ্যমে আমাদের দেশ থেকে বিশ্বমানের মিলিটারি হেলিকপ্টার ও অন্যান্য মিলিটারি সামগ্রী কিনতে পারবে ৷’’
ট্রাম্প আরও যোগ করে বলেন, ‘‘প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের সঙ্গে ভারতের সহযোগিতা দৃঢ় হচ্ছে, আমরা ভারতকে বিশ্বের সেরা ও সবথেকে শক্তিশালী অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত ৷ আমরা বিশ্বের সেরা অস্ত্র প্রস্তুতকারক দেশ ও এখন আমরা ভারতের সঙ্গে চুক্তি করছি ৷ অত্যাধুনিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ও অসামরিক বায়ুসেনার বিমান এই চুক্তির অন্তর্গত ৷’’