আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : মোদির সঙ্গে গান্ধি আশ্রমে গেলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প, থাকলেন 15 মিনিট ৷ মোদিকে অনুসরণ করেই ঘোরালেন চরকার চাকা, কিন্তু ভুলে গেলেন মহাত্মা গান্ধির কথা উল্লেখ করতে ৷
আজ ভারত সফরে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাই জেরেড কুশনার ৷ বিমানবন্দর থেকে সরাসরি তাঁরা যান গান্ধির স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প একসঙ্গে মাল্যদান করেন মহাত্মা গান্ধির ছবিতে ৷ মোদি নিজেই ট্রাম্পের পরিবারকে ঘুরিয়ে দেখালেন সবরমতী আশ্রম ৷ কীভাবে চরকা কাটা হয়, তাও শেখালেন ট্রাম্পকে ৷ আশ্রমের তরফ থেকে অতিথিদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয় মহাত্মা গান্ধির জীবনী, একটি ছোটো চরকা ও মার্বেলের তিন বানর মূর্তি ৷
সবরমতীর হৃদয় কুঞ্জে মোট 15 মিনিট ছিলেন ট্রাম্প ৷ সেখানে তাঁদের জন্য আয়োজন করা হয়েছিল চা-চক্রের ৷ মেনুতে ছিল গুজরাতি খাবার খামান, ব্রকোলি-কর্ন সিঙারা, আপেল পাই ও কাজু কাটলি ৷