পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 3, 2020, 8:44 PM IST

ETV Bharat / bharat

নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস বিক্রি

BJP সাংসদ মানেকা গান্ধি ও মুখ্যমন্ত্রী নেফিউ রিওকে ট্যাগ করে মুখ্য সচিব তেমজেন তয় টুইট বার্তায় জানান, কুকুর আমদানি ও তার মাংস বিক্রির ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছে নাগাল্যান্ড সরকার ৷

Nagaland decides to ban sale of dog meat
নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস বিক্রি

কোহিমা(নাগাল্যান্ড), 3জুলাই : উত্তর পূর্বের এই রাজ্যে মুরগি-ছাগলেরমাংস তো বটেই ইঁদুর থেকে কুকুর কিছুই বাদ যায় না ৷ সোশাল মিডিয়ায় কুকুর বিক্রিরএমনই এক ছবি ভাইরাল হয় ৷ আর তাতেই পশুপ্রেমীরা নাগাল্যান্ড সরকারের কাছে কুকুরআমদানি ও তার মাংস বিক্রি বন্ধ করার আবেদন জানায় ৷ তার জেরে নাগাল্যান্ডের মুখ্যসচিব তেমজেন তয় ঘোষণা করেন রাজ্য সরকার কুকুর বিক্রির ব্যবসা ও তার মাংস খেতেনিষিদ্ধ করেছে ৷

BJPসাংসদ মানেকা গান্ধি ও মুখ্যমন্ত্রী নেফিউ রিওকে ট্যাগ করে মুখ্যসচিব টুইট বার্তায় জানান,কুকুরের আমদানি ও ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷এমনকী কুকুরের কাঁচা মাংস কিংবা রাঁধা দুটোই নিষিদ্ধ করেছে সরকার ৷ সরকারের এই সিদ্ধান্তেরকারণ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া দিমাপুর বাজারে কুকুর বিক্রি হওয়ার একটি ছবি ৷ ওইছবি ভাইরাল হতেই পশুপ্রেমীদের আন্দোলনের ঝড় ওঠে

সম্প্রতি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও কবি প্রীতিশ নন্দী টুইটারফলোয়ারদের কুকুরের মাংস বিক্রির বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে আবেদন করেন ৷ তিনিটুইটারে লেখেন,কুকুরের মাংস বিক্রি বন্ধ হওয়াটা জরুরি ৷ নাগাল্যান্ডের সরকারিওয়েবসাইটে মেইল করে বাজারে,রেস্তোরাঁয় কুকুর বিক্রি ও কুকুর পাচার আটকানোর আর্জি জানাতে হবে ৷যাতে আগামীকাল সরকার এই নিয়ে আলোচনায় বসে ৷ কুকুরের মাংস খাওয়া শুধু অন্যায় নয়,অমানবিকও ৷

ABOUT THE AUTHOR

...view details