পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 12, 2020, 8:14 PM IST

ETV Bharat / bharat

আত্মনির্ভর অভিযানে NABARD

ভারতে COVID-19 ভাইরাসের প্রাদুর্ভাব কমানোর জন্য দেশব্যাপী লকডাউনের জেরে অর্থনৈতিক অবস্থা সংকটে ৷ এই সময়ে, যখন অর্থনীতির বেশিরভাগ সেক্টর মন্দায় চলছে, কৃষিক্ষেত্র আশার আলো হয়ে উঠেছে ৷ যার সাহায্যে দেশের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার করা যেতে পারে ৷

Nabard Foundation Day 2020 JULY 12
নাবার্ড ফাউন্ডেশন ডে 2020 জুলাই 12

1982 সালের 12 জুলাই ৷ জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন আইন 1981-কে কার্যকর করতে গঠন করা হয় ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) ৷ বি শিবরমন কমিটির সুপারিশের ভিত্তিতে এর প্রতিষ্ঠা করা হয়েছিল ।

NABARD প্রতিষ্ঠার পর যে সংস্থাগুলি বিলোপ হয়েছে :

কৃষি ঋণ বিভাগ এবং গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা ও রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণ বিভাগ ৷

কৃষিতে পুনঃঅর্থনৈতিক সংস্থান ও উন্নয়ন কর্পোরেশন ৷

NABARD-র মূলধন ছয় বার বাড়ানো হয়েছে ৷ এটি প্রথমে ছিল 100 কোটি ৷ পরে তা বাড়িয়ে করা হয় 30 হাজার কোটি ৷ কেন্দ্রীয় সরকার 100 শতাংশ শেয়ারের মালিক ৷ যা বর্তমানে হয়েছে 6 হাজার 700 কোটি ৷ আন্তর্জাতিক সংগঠনগুলি NABARD-কে আর্থিক সহায়তা প্রদানের পরামর্শ দেয় ও আর্থিক সাহায্য প্রদান করে । বিশ্বব্যাঙ্কের সাথে সম্পর্কিত সংস্থা ও অন্যান্য গ্রামীণ ও কৃষি উন্নয়ন সংস্থাগুলি গ্রামের মানুষের উন্নতির জন্য এর সঙ্গে কাজ করে ।

NABARD-র মূল উদ্দেশ্যগুলি হল :

NABARD গ্রামীণ উন্নয়ন কার্যক্রম প্রচারের জন্য পুনঃঅর্থনৈতিক সংস্থানে সাহায্য করে । ক্ষুদ্র শিল্পকে প্রয়োজনীয় অর্থ ও সাহায্য করে ৷

রাজ্য সরকারগুলির সাথে সমন্বয় করে NABARD কৃষিতে বিনিয়োগ করে ।

এটি কৃষিতে ছোটো ও ক্ষুদ্র শিল্পকে সাহায্য করে ৷

এটি কৃষি, গ্রামীণ শিল্পে গবেষণা ও উন্নয়নে সাহায্য করে ।

NABARD কৃষি উৎপাদনে জড়িত বিভিন্ন সংস্থার প্রচারে সাহায্য করে ।

এর ফলে NABARD-র উদ্দেশ্যগুলিকে ঋণ , উন্নয়ন ও প্রচারমূলক কার্যক্রম- এই তিনটির আওতায় আনা যেতে পারে ৷

লকডাউন এবং COVID-19

ভারতে COVID-19 ভাইরাসের প্রাদুর্ভাব কমানোর জন্য দেশব্যাপী লকডাউনের জেরে অর্থনৈতিক অবস্থা সংকটে ৷ এই সময়ে, যখন অর্থনীতির বেশিরভাগ সেক্টর মন্দায় চলছে, কৃষিক্ষেত্র আশার আলো হয়ে উঠেছে ৷ যার সাহায্যে দেশের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার করা যেতে পারে ৷ কৃষিক্ষেত্রে এই নিয়োগ শুধুমাত্র পুনরুদ্ধারের কাজেই লাগবে না ৷ বৃদ্ধি, বিকাশ ও বর্ধিত কৃষক কল্যাণে একটি নতুন সুযোগ তৈরি করে ৷

NABARD-র মাধ্যমে আত্মনির্ভর অভিযান প্যাকেজ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সংস্থানের জন্য 30 হাজার কোটি টাকার অতিরিক্ত এমারজেন্সি ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয় ৷

RRB ও গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলি হল ঋণের প্রধান উৎস ৷ RRB ও গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলি থেকে 30 হাজার কোটির অতিরিক্ত পুনঃঅর্থনৈতিক সংস্থানের সময়সীমা বাড়াবে NABARD ৷ চলতি বছরের সাধারণ লগ্নির জন্য NABARD-র তরফে দেওয়া হতে পারে 90 হাজার কোটি টাকা ৷ 33 টি স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক, 351 টি জেলা কো-অপারেটিভ ব্যাঙ্ক ও 83 টি RRB থেকে ফ্রন্ট লোডেড অন ট্যাপ সুবিধার মাধ্যমে ঋণ নেওয়া যাবে ৷ এর ফলে উপকৃত হবে 3 কোটি কৃষক ৷ যাদের মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ৷

কোরোনা প্যানডেমিক পরিস্থিতিতে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে (SFB) পুনঃঅর্থনৈতিক সংস্থান NABARD-র

চলতি বছরের মার্চ অবধি NABARD কো-অপারেটিভ ব্যাঙ্ক ও RRB গুলিতে 29 হাজার 500 কোটি টাকার বিনিয়োগ করেছে ৷ এছাড়াও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে NABARD বিনিয়োগ করেছে আরও 8 হাজার 200 কোটি টাকা ৷ ওই মাস থেকেই কৃষিকাজে জড়িত রাজ্য সরকারি সংস্থাগুলির জন্য 6 হাজার 700 কোটি টাকার মূলধনের অনুমোদন দেওয়া হয়েছে । 2019 আর্থিক বছরের প্রথম থেকেই ও চলতি বছরে কোরোনার জন্য অর্থনীতিতে ধারাবাহিক মন্দাকে কমাতে সাহায্য করবে NABARD-র এই উদ্যোগ ৷ NABARD-র এই উদ্যোগ কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ইউনিটগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেওয়ায় সাহায্য করবে ৷ SFB-গুলি অগ্রাধিকার খাতে ঋণ দিতে পারে । MSME ও অন্যান্য যোগ্য স্বল্পমেয়াদী ঋণের মেয়াদ 12 মাসের বেশি হয় না ৷ SFB-তে আবেদনের তারিখ অনুসারে, বহির্ভূত ও ছাড়পত্রহীন, NABARD-র পুনঃঅর্থনৈতিক সংস্থানের জন্য উপযুক্ত হবে । সরকারি মালিকানাধীন গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে পুনঃঅর্থনৈতিক সংস্থানে 80 শতাংশ সীমা বাড়ানো হবে ৷ স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার তারিখ থেকে 12 মাসের মধ্যে তা মেটাতে হয় । পুনঃঅর্থনৈতিক সংস্থানে সুদের হার , ঝুঁকি ইত্যাদির সিদ্ধান্ত নেবে NABARD ৷

ABOUT THE AUTHOR

...view details