দিল্লি, 14 ডিসেম্বর : সত্যের জন্য ক্ষমা চাইব না । দিল্লির জনসভা থেকে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন রাহুল গান্ধি। বললেন, "গতকাল সংসদে আমাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়। আমাকে এমন কিছুর জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে যা সত্য। আমার নাম রাহুল সাভারকার নয়। রাহুল গান্ধি । সত্যি বলেছি । সেজন্য কোনওদিন ক্ষমা চাইব না ।"
রাহুল গান্ধি আরও বলেন, "কংগ্রেসের তরফে কেউ ক্ষমা চাইবে না । ক্ষমা চাইবেন নরেন্দ্র মোদি । জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর । পাশাপাশি তাঁর সহকারী অমিত শাহরও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। কেন তাঁদের ক্ষমা চাওয়া উচিত তাও আমি বলব।"
বৃহস্পতিবার, ঝাড়খণ্ডের গদ্দাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন রাহুল ৷ বলেন, "নরেন্দ্র মোদি বলেছেন, মেক ইন ইন্ডিয়া ৷ কিন্তু, যেদিকেই তাকান এটা রেপ ইন ইন্ডিয়া ৷" তাঁর এই মন্তব্যকে ঘিরেই গতকাল উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে সংসদের দুই কক্ষেই সরব হন BJP সাংসদরা ৷ লোকসভা ও রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবিও থাকে । স্মৃতি ইরানি রাহুল গান্ধিকে আক্রমণ করে বলেন, "ভারতের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে ৷ একজন নেতা বলছেন, ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত ৷ দেশের মানুষের জন্য কি রাহুল গান্ধির এই বার্তা?" BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও বলেন, "আমরা দেশের কথা বলছি ৷ আর ওঁরা ধর্ষণের কথা বলছেন ৷ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদিজি মেক ইন ইন্ডিয়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন ৷ আর রাহুলজি বলছেন রেপ ইন ইন্ডিয়া ৷ তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন আমাদের ধর্ষণ করার জন্য ৷ এটা ভারতমাতার অপমান ৷ ভারতীয় মহিলাদের অপমান ৷ কংগ্রেস তো পুরো দেশের ধর্ষণ করে দিয়েছে ৷"
আরও পড়ুন : রাহুলের "রেপ ইন ইন্ডিয়া" মন্তব্য, ক্ষমা চাওয়ার দাবি BJP-র