পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

''আমার বাড়ি অসম জ্বলছে'', দিল্লিতে কনসার্ট বাতিল পাপনের - পাপন

অসমের অশান্ত পরিস্থিতি ৷ দিল্লিতে শো বাতিল করলেন গায়ক পাপন ৷

''আমার বাড়ি অসম জ্বলছে'', দিল্লিতে শো বাতিল পাপনের
''আমার বাড়ি অসম জ্বলছে'', দিল্লিতে শো বাতিল পাপনের

By

Published : Dec 13, 2019, 2:22 AM IST

গুয়াহাটি, 13 ডিসেম্বর : দিল্লিতে শো বাতিল করলেন পাপন ৷ বললেন, তাঁর বাড়ি অসম জ্বলছে, পুড়ছে, সেখানে কারফিউ ৷ এই পরিস্থিতিতে গান গাইতে পারবেন না তিনি ৷

বিখ্যাত এই গায়কের বাড়ি অসম ৷ আসল নাম অঙ্গরাগ মহন্ত হলেও পাপন নামেই তাঁর পরিচিতি ৷ গতকাল তিনি একাধিক টুইটে পাপন বলেন, দিল্লির ক্যাফেতে তাঁর শো থাকলেও তিনি পারবেন যেতে ৷ তিনি বলেন, ''প্রিয় দিল্লি, আমি দুঃখিত ৷ কিন্তু কনসার্টে যেতে পারছি না আমি ৷ আমার বাড়ি অসম জ্বলছে, পুড়ছে, কারফিউয়ে স্তব্ধ ৷ বর্তমান পরিস্থিতিতে আপনারা যেমনভাবে চাইবেন, সেভাবে আমার পক্ষে গান গেয়ে আনন্দ দেওয়া সম্ভব নয় ৷''

পাপন অপর একটি টুইটে লেখেন, ''কনসার্টের টিকিট কেটেছেন দর্শক-শ্রোতারা ৷ সেটা অন্যায় ৷ কিন্তু উদ্যোক্তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন ৷ ভবিষ্যতে নিশ্চয়ই দেখা হবে ৷ কিন্তু আশা করি দিল্লিবাসী তা বুঝতে পারবেন ৷''

নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পরই উত্তপ্ত হয়ে উঠেছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্বের অন্য রাজ্যগুলি ৷ গুয়াহাটি ও ডিব্রুগড়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে দু'জন ৷ একাধিক জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ও SMS পরিষেবা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে অসমিয়া ভাষায় লেখেন, ''CAB নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার কাড়তে পারবে না ।''

পাপন অপর একটি টুইটেও এই পরিস্থিতির বিরোধিতা করে লেখেন, মানবতা ধুঁকছে ৷ বহু বছর ধরে অসম অবৈধ অনুপ্রবেশের সমস্যা নিয়ে ভুগছে ৷ অসমের সংস্কৃতির বহুত্ববাদের কথাও উল্লেখ করেন তিনি ৷ লেখেন, 'আমাদের কথা শোনা হোক ৷ '

ABOUT THE AUTHOR

...view details