পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'মেয়ের আত্মার শান্তি পেল' , পুলিশকে কৃতজ্ঞতা নির্যাতিতার পরিবারের

পুলিশের এনকাউন্টারের প্রসঙ্গে কথা বললেন নির্যাতিতার বাবা ও বোন ৷ সুবিচারের আশা করেছিলেন তাঁরা ৷

By

Published : Dec 6, 2019, 12:03 PM IST

protest
protest

হায়দরাবাদ, 6 ডিসেম্বর : দশদিন আগে নৃশংসতার শিকার হয়েছিলেন তাঁর মেয়ে ৷ তারপরের দিনগুলো কাটছিল আতঙ্কে এবং বিচারের আশায় ৷ 27 নভেম্বর রাতে দিদির সঙ্গে শেষবার কথা বলেছিলেন নির্যাতিতার বোন ৷ তাঁর দিদি জানিয়েছিল আশেপাশে অচেনা লোকজন রয়েছে ৷ ভয় লাগছে ৷ আর যোগাযোগ করা যায়নি দিদিকে ৷ শেষ কটা দিন অভিযুক্তদের শাস্তি চেয়ে দেশজুড়ে চলেছে প্রতিবাদ ৷ কিন্তু , আজ ভোর রাতে এনকাউন্টারে মৃত্যু 4 অভিযুক্তেরই ৷

পুলিশের এনকাউন্টারের প্রসঙ্গে কথা বললেন নির্যাতিতার বাবা ও বোন ৷ সুবিচারের আশা করেছিলেন তাঁরা ৷ নির্যাতিতার বাবা বলেন, "তেলাঙ্গানা সরকার ও পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ ৷ আমার মেয়ের আত্মার শান্তি পেয়েছে ৷"

নির্যাতিতার বোন বলেন, "চারজন অভিযুক্তর এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৷ আমি খুশি ৷ এটা সমাজের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে ৷ আমি প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞ থাকব যাঁরা আমাদের পাশে ছিলেন ৷ আমাদের সমর্থন করেছিলেন ৷ পুলিশ, মিডিয়া ও তেলাঙ্গানা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ ৷ "

ABOUT THE AUTHOR

...view details