ভোপাল, 8 এপ্রিল : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। গতকাল ভোর থেকে সেখানে অভিযান চলছে। সঙ্গে রয়েছে 150 জন CRPF (সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স) জওয়ান। যে আবাসনে তাঁর ফ্ল্যাটটি রয়েছে সেটি ঘিরে ফেলে জওয়ানরা। আটকে দেওয়া হয় সবরকমের যাতায়াত। ঢুকতে দেওয়া হয়নি রাজ্য পুলিশকেও। তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত গয়নাসহ উদ্ধার হয়েছে প্রায় 9 কোটি টাকা।
গতকাল রাত 10টা নাগাদ প্রবীণ কক্করের আবাসনে হাজির হন তাঁর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনিল গর্গ। তাঁকেও আবাসনে ঢুকতে দেওয়া হয়নি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আয়কর দপ্তরের আধিকারিকরা আমাকে প্রবীণজির IT রিটার্নের কপি দেখাতে বলে। গত 7 বছরে তাঁর জমা করা সব IT রিটার্নের কপি আমি নিয়ে এসেছি। উদ্ধার হওয়া গয়নার যাবতীয় প্রয়োজনীয় নথি আমার ক্লায়েন্টের আছে।"
প্রসঙ্গত, এই অভিযান নিয়ে CRPF জওয়ান ও রাজ্য পুলিশের মধ্যে বচসা বাধে। রাজ্য পুলিশকে না জানিয়েই এই তল্লাশি চালায় আয়কর দপ্তর। যাতায়াত বন্ধের ফলে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন বলে রাজ্য পুলিশ ভিতরে ঢোকার চেষ্টা করে। এবিষয়ে ভোপালের SP ভূপিন্দর সিং বলেন, "আয়কর দপ্তরের অভিযান নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু, ওই আবাসনে প্রচুর সাধারণ মানুষও রয়েছে, যাদের অনেকের চিকিৎসার প্রয়োজন। তাঁরাই আমাদের খবর দিয়েছিল। কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবাসন থেকে কাউকে ঢুকতে ও বের হতে দিচ্ছে না। CRPF আমাদেরও ঢুকতে দেয়নি।"
তবে, CRPF রাজ্য পুলিশের এই দাবি অস্বীকার করে। CRPF আধিকারিক প্রদীপ কুমার জানান, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করছেন মাত্র। ওই আবাসন ঘিরে রাখার নির্দেশ রয়েছে। কেউ যাতে সেখানে ঢুকতে বা সেখান থেকে বের হতে না পারে। কিন্তু, মধ্যপ্রদেশ পুলিশ কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে। অভিযোগ পালটা অভিযোগ সত্ত্বেও এখনও চলছে অভিযান। বন্ধ রয়েছে যাতায়াতও।