মুম্বই, 25 জানুয়ারি : নাগরিকত্ব আইন নিয়ে শুরু থেকেই সেভাবে নিজের অবস্থান স্পষ্ট করেনি শিবসেনা । তবে দেশে যে মুসলিম অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই, তা এবার স্পষ্ট করে দিল শিবসেনা । সেনার মুখপত্র সামনায় বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশের মুসলিমদের দেশ থেকে ছুড়ে ফেলা উচিত । এবিষয়ে কোনও সন্দেহ নেই ।
পাকিস্তান-বাংলাদেশের মুসলিমদের দেশ থেকে ছুড়ে ফেলা উচিত : শিবসেনা - mns
মুখপত্র সামনাতে CAA ইশুতে রাজ ঠাকরের অবস্থান নিয়ে কটাক্ষ শিবসেনার । পাশাপাশি শিবসেনার স্পষ্ট বার্তা, পাকিস্তান, বাংলাদেশের মুসলিমদের দেশ থেকে ছুঁড়ে ফেলা উচিত।
নাগরিকত্ব নিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)-র প্রধান রাজ ঠাকরের অবস্থান বদলকে কটাক্ষ করা হয় সামনাতে । বলা হয়, গতকাল MNS বলে তারা নাগরিকত্ব আইনকে সমর্থন করছে । অথচ মাসখানেক আগে, তারা এই আইনের বিরুদ্ধে ছিল ।
সামনার আজকের সংখ্যায় লেখা, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদের দেশের বাইরে ছুড়ে ফেলা উচিত । এতে কোনও সন্দেহ নেই । তবে তা করার নিজের পতাকার রং বদল করতে হয় । এটা সত্যিই খুবই মজার । শিবসেনা কখনও তার পতাকা বদলাচ্ছে না । এটি সর্বদা একই থাকবে । শিবসেনা সর্বদা হিন্দুত্বের পক্ষে লড়াই করেছে ।