নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশন চলাকালীন গতকাল কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি । গতকালই সংসদে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে তৈরি কেন্দ্র । আন্দোলন প্রত্যাহার করার জন্যও আবেদন জানিয়েছিলেন তিনি । এরপর গতকাল রাতে লোকসভায় অধিবেশন চলাকালীন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সাংসদ ।
তাঁর অভিযোগ, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের দেশের শত্রু হিসেবে দেখানোর চেষ্টা চলছে । পাশাপাশি, কৃষকদেরও দেশের শত্রু হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ।