পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভগবান রামের জন্য রাখি বানাচ্ছেন অযোধ্যার মুসলিম মহিলারা - cm yogi adityanath

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 5 অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৷ হিন্দু-মুসলিম একতা ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে উদ্যোগী মুসলিম মহিলারাও ৷ তাঁরা প্রধামন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি করছেন রাখি ৷

Muslim women make Rakhis for Ram Lala, PM Modi
ভগবান রামের জন্য রাখি বানাচ্ছেন অযোধ্যার মুসলিম মহিলারা

By

Published : Jul 31, 2020, 9:00 PM IST

অযোধ্যা, 31 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 5 অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠেছে গোটা অযোধ্যা ৷ মানুষ অপেক্ষায় সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য ৷ মুসলিম সম্প্রদায়ের যারা অযোধ্যায় মন্দির তৈরির পক্ষে তারাও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর ৷ মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য তৈরি করেছে রাখি ৷

ভগবান রামের বিগ্রহেও পরানো হবে রাখি

অযোধ্যার ইতিহাসে 5 অগাস্ট লেখা থাকবে স্বর্ণাক্ষরে ৷ প্রধানমন্ত্রী রাম জন্মভূমির আয়োজিত অনুষ্ঠানে এসে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ৷ অযোধ্যার মানুষেরা শহরকে সাজাতে কোনও অংশে খামতি রাখেনি ৷ এই অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গা-যমুনি সংস্কৃতির মেলবন্ধন হবে ৷ মুসলিম মহিলারা নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথের জন্য নিজেদের হাতে রাখি তৈরি করছেন ৷ পাশাপাশি, রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের মাধ্যমে ভগবান রামের জন্যও তারা তাদের তৈরি রাখি দেবেন ৷

অগাস্টের 5 তারিখে হবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো

অযোধ্যার মুসলিম মহিলাদের মতে, অগাস্ট 5 - এর শ্রী রাম মন্দিরের এই ভূমিপুজো ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে লেখা থাকবে ৷ মুসলিম ভাইদেরও এই পুজোয় সাহায্য করা উচিত ৷ এতে অযোধ্যায় হিন্দু-মুসলিম একতা বাড়বে ৷ এই মুসলিম মহিলারা রাম মন্দির তৈরি হওয়ার খুবই খুশি ও আগ্রহী ৷ তাঁদের মতে, মন্দির-মসজিদ বিতর্ক আর নেই ৷ তাই , অযোধ্যার ভবিষ্যৎ এক নতুন পথে এগোবে ৷ যেখানে মানুষের চাকরি হবে ৷ হিন্দু-মুসলিম একতা ও সৌভ্রাতৃত্ব বজায় থাকবে ৷ মুসলিম মহিলারা বলেন, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও RSS নেতা ইন্দ্রেশের জন্য রাখি বানিয়েছেন ৷ সেগুলি তাঁদের পাঠিয়ে দেওয়া হবে ৷ এছাড়াও , ভগবান রামের জন্যও রাখি বানানো হচ্ছে ৷ শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের মাধ্যমে সেই রাখি ভগবান রামের কাছে পৌঁছে দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details