পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনা চাইবে মুসলিম পার্সোনাল ল বোর্ড - অযোধ্যা জমিজট রায়ের পুনর্বিবেচনার আবেদন

অযোধ্যা জমিজট রায়ের পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড ৷ সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) বৈঠক শেষে এমনই জানালেন মৌলানা আরশাদ মাদানি ৷ সুপ্রিম কোর্টের রায় নিয়ে যে তাঁরা সন্তুষ্ট নন, সাফ জানিয়ে দেন তিনি ৷

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের

By

Published : Nov 17, 2019, 5:22 PM IST

Updated : Nov 17, 2019, 7:20 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 17 নভেম্বর : অযোধ্যা জমিজট মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে মুসলিম পার্সোনাল ল বোর্ডে ৷ আজই অযোধ্যা রায় নিয়ে সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) বৈঠক ছিল ৷ বৈঠক শেষে জামাত উলেমা-ই-হিন্দের তরফে মৌলানা আরশাদ মাদানি রায়ের পুনর্বিবেচনার আবেদন করার কথা জানান ৷

অযোধ্যা জমিজটের রায় ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল চাপানউতোর ৷ রায় ঘোষণার দিনই সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষের আইনজীবী জ়াফরিয়ব জিলানি রায় নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন ৷

পূর্বে এলাহাবাদ হাই কোর্ট বিতর্কিত জমি রামলালা, সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহি আখরার মধ্যে সমান ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিবাদমান তিন পক্ষ ৷ সম্প্রতি সুপ্রিম কোর্ট জানায় বিতর্কিত জমিতে কোনও মুসলিম ধ্বংসাবশেষ ছিল না ৷ রায় যায় রামলালার পক্ষে ৷ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির গঠনের জন্য কমিটি প্রস্তুত করতে ৷ পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র কোথাও জমি দেওয়ার জন্যও কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছিল ৷

বৈঠক শেষে আজ মৌলানা আরশাদ মাদানি বলেন, " আমরা জানি পুনর্বিবেচনার আবেদন 100 শতাংশ খারিজ হয়ে যাবে, তবুও আমরা রায় পুনর্বিবেচনার আবেদন জানাব ৷ এটা আমাদের অধিকার ৷ " পাশাপাশি তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, " আমরা 70 বছর ধরে মামলা লড়ছি; কিন্তু কোনও ন্যায়বিচার পেলাম না ৷ এটা আমাদের অহংবোধের বিষয় নয় ৷ এটা শরিয়ৎ আইনের বিষয় ৷ আমাদের মসজিদের জমি নিয়ে নেওয়া হচ্ছে ৷ পরিবর্তে অন্য কোনও জমি দেওয়া হচ্ছে ৷"

Last Updated : Nov 17, 2019, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details