দিল্লি, ৮ মার্চ : "ভোর ৫ টায় উঠে পাকিস্তান টুইট করে কান্না শুরু করেছিল। পাকিস্তান কি মূর্খ নাকি যে বলবে, আমাদের মারা হয়েছে?" এয়ারস্ট্রাইকে কতজন জঙ্গিকে খতম করা হয়েছে, নির্দিষ্ট লক্ষ্যে বোমা পড়েছে কি না তা নিয়ে শাসক-বিরোধী তরজা চলছে। সে প্রসঙ্গে বিরোধীদের একহাত নিয়ে আজ একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৩০ কোটি ভারতীয়ই এয়ারস্ট্রাইকের প্রমাণ : মোদি - Pulwama Terror Attack
এয়ারস্ট্রাইকের দিন ভোর ৫ টায় উঠে পাকিস্তান টুইট করে কান্না শুরু করেছিল : মোদি
উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে আজ বর্ধিত মেট্রো পরিষেবা চালু করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, "আমাদের লোক বলছে যে খতম করেছেন তো প্রমাণ দিন। দয়া করে পাকিস্তানকে খুশি করার খেলা বন্ধ করুন। ওরা কি মূর্খ যে বলবে ভারত হামলা করেছিল ? ১৩০ কোটি ভারতীয়ই আমার প্রমাণ।"
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। তারপর ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতাসহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু, সরকারি তরফে সেই সংখ্যা নিয়ে মুখ খোলা হয়নি। তা নিয়ে কেন্দ্রীয় সরকারের থেকে বিস্তারিত তথ্য জানতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "কতজন জঙ্গি খতম হয়েছে? আসলে বোমা কোথায় পড়েছে? সেটি কি নির্দিষ্ট লক্ষ্যেই পড়েছিল? আমাদের তা জানার অধিকার রয়েছে।" পালটা জবাবে বিরোধীদের পাকিস্তানের পোস্টার বয় বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।