পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একই সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে খুন 3 BJP নেতা - সাহারানপুর

অজ্ঞাত পরিচয় দুই আততায়ীর হাতে গতকাল খুন হয়ে যান সাহারানপুরের ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর ধারা সিং ৷ এই নিয়ে পরপর তিন BJP নেতা খুন ৷ রাজনৈতিক হত্যা? না অন্য কিছু? খুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ ৷

h

By

Published : Oct 13, 2019, 3:38 PM IST

সাহারানপুর, 13 অক্টোবর : গত এক সপ্তাহে তিনটি খুন উত্তরপ্রদেশে ৷ তিনজনেই ভারতীয় জনতা পার্টির সদস্য ৷ তৃতীয় খুনটি হয় গতকাল ৷ ঘটনাস্থান উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ অঞ্চলে ৷

অজ্ঞাত পরিচয় দুই আততায়ীর হাতে গতকাল খুন হয়ে যান সাহারানপুরের ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর ধারা সিং ৷ বয়স 47 ৷ তিনি স্থানীয় একটি চিনির কারখানার সেক্টর-ইনচার্জ হিসেবে নিযুক্ত ছিলেন ৷ নিজ বাসস্থান থেকে কাজে যাওয়ার সময় নিকটবর্তী একটি রেলগেটের সামনে তাঁর পথ আগলে দাঁড়ায় দুই অজ্ঞাত পরিচয় যুবক ৷ বাইকে চেপে আসা ওই দুই আঁততায়ী ধারা সিং-কে গুলি করেন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

সাহারানপুরের SSP দিনেশ কুমার জানান, " রানখণ্ডি রেলগেটের কাছে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন ধারা সিং ৷ গুরুতরভাবে আহত ওই ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"

রাজনৈতিক হত্যা? না অন্য কিছু? খুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ ৷

দীনেশ কুমার আরও বলেন, " মৃতের পরিবারের সঙ্গে কথা বলে আমরা খুনের কিনারা করার চেষ্টা করছি ৷ "

8 অক্টোবর এই একইরকমভাবে দেওবন্দে খুন হন BJP নেতা চৌধুরি যশপাল সিং ৷ তার দু'দিন বাদে অর্থাৎ 10 অক্টোবর বাস্তি অঞ্চলে খুন হন আরও এক BJP নেতা ৷ নাম কবীর তিওয়ারি ৷ প্রাক্তন এই ছাত্রনেতার খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ ঘটনা এতদূর গড়ায় যে বাস্তির SP পঙ্কজ কুমারকে বদলি করে দেওয়া হয় ৷ এমন কী তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয় ৷

স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব অবিনাশ অবস্থি জানান, " প্রাথমিক তদন্তে জানা গেছে পঙ্কজ কুমারের গাফিলতি ছিল ৷ তাঁর এই গাফিলতির জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ বাস্তির DIG-র নির্দেশ সঠিকভাবে পালন করেননি বলে বিভাগীয় তদন্তে জানা গেছে ৷"

এরই মাঝে আবারও তৃতীয় খুনটি ঘটে গেল দেওবন্দ অঞ্চলে গতকাল ৷ পরপর তিন BJP নেতার খুন ৷ এই তিনটি খুনের ঘটনার মধ্যে কোনও মিল আছে কি না তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details