সাহারানপুর, 13 অক্টোবর : গত এক সপ্তাহে তিনটি খুন উত্তরপ্রদেশে ৷ তিনজনেই ভারতীয় জনতা পার্টির সদস্য ৷ তৃতীয় খুনটি হয় গতকাল ৷ ঘটনাস্থান উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ অঞ্চলে ৷
অজ্ঞাত পরিচয় দুই আততায়ীর হাতে গতকাল খুন হয়ে যান সাহারানপুরের ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর ধারা সিং ৷ বয়স 47 ৷ তিনি স্থানীয় একটি চিনির কারখানার সেক্টর-ইনচার্জ হিসেবে নিযুক্ত ছিলেন ৷ নিজ বাসস্থান থেকে কাজে যাওয়ার সময় নিকটবর্তী একটি রেলগেটের সামনে তাঁর পথ আগলে দাঁড়ায় দুই অজ্ঞাত পরিচয় যুবক ৷ বাইকে চেপে আসা ওই দুই আঁততায়ী ধারা সিং-কে গুলি করেন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
সাহারানপুরের SSP দিনেশ কুমার জানান, " রানখণ্ডি রেলগেটের কাছে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন ধারা সিং ৷ গুরুতরভাবে আহত ওই ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"
রাজনৈতিক হত্যা? না অন্য কিছু? খুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ ৷