মুম্বই, 3 অগাস্ট : বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন যুবতি ৷ সেদিন ছিল তাঁর জন্মদিন ৷ বাড়ি ফেরার পথেই তাঁকে গণধর্ষণের অভিযোগ উঠল মুম্বইয়ে ৷
চেম্বুর এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ ঘটনায় প্রথমে জ়িরো FIR দায়ের করলেও পরে চুনাভাত্তি স্টেশনে ঘটনাটি তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে ৷ 7 জুলাইয়ের ঘটনাটি প্রকাশ্যে এসেছে গতকাল (শুক্রবার) ৷ ওইদিনই নিজের জন্মদিনের পার্টি দিয়ে ফেরার পথে চার যুবক মেয়েটিকে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷