পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিতর্ক জারি 'ফ্রি কাশ্মীর' পোস্টারে, মুম্বইয়ে প্রতিবাদীদের আজ়াদ ময়দানে সরাল পুলিশ

মুম্বইয়ে প্রতিবাদীদের সরিয়ে নিয়ে যাওয়া হল অন্যত্র ৷

ইশু JNU : মুম্বইয়ে প্রতিবাদীদের আজ়াদ ময়দানে সরাল পুলিশ
ইশু JNU : মুম্বইয়ে প্রতিবাদীদের আজ়াদ ময়দানে সরাল পুলিশ

By

Published : Jan 7, 2020, 9:18 AM IST

Updated : Jan 7, 2020, 10:46 AM IST

মুম্বই, 7 জানুয়ারি : রড নিয়ে দুষ্কৃতী হামলা চলেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর ৷ আক্রান্ত শিক্ষকরাও ৷ প্রতিবাদে পথে নেমেছে দলমত নির্বিশেষে পড়ুয়ারা ৷ মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও দেখা যায় প্রতিবাদ ৷ রাতভর প্রতিবাদে মুখর ছিল বাণিজ্যনগরী ৷ আজ সকালে প্রতিবাদীদের পুলিশের ভ্যানে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হল আজ়াদ ময়দানে ৷ গতকাল রাতে মুম্বইয়ের প্রতিবাদ সভায় এক মহিলাকে 'কাশ্মীরের মুক্তি'-র দাবি জানিয়ে পোস্টার হাতে দেখা যায় ৷ এরপরই সতর্ক হয়ে ওঠে পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগও ওঠে ৷

জোন 1-এর DCP সংগ্রামসিং নিশানদার বলেন, '' ফ্রি কাশ্মীর লেখা পোস্টার দেখা গিয়েছে JNU হামলার প্রতিবাদ সভায় ৷ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে ৷'' পুলিশের দাবি, প্রতিবাদীদের শত অনুরোধেও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়েই পুলিশ প্রতিবাদীদের 2 কিমি দূরে সরিয়ে দিয়েছে ৷ BJP প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া বলেন, তিনি FIR দায়ের করেছেন এই ঘটনায় ৷

বাম সংগঠনের নেত্রী ঐশী ঘোষ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিক সুচিত্রা সেন সহ একাধিক জনকে মারধরের ঘটনায় প্রতিবাদে পথে নেমেছে সারা দেশ ৷ গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে সমবেত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা । তারা স্লোগান তুলে দাবি জানাতে থাকে, কেন্দ্রীয় সরকার JNU-এর পড়ুয়াদের উপরে হাম‌লা চালানো দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক । তাদের স্লোগান থেকে বোঝা যায়, তাদের অভিযোগ ABVP-র দিকেই ৷

গেটওয়ে অফ ইন্ডিয়া ছাড়াও সোমবার মুম্বইয়ের কার্টার রোডে প্রতিবাদ সভা করেন বলিউডের তারকারা । শান্তিপূর্ণ সে সভায় অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা-সহ উপস্থিত ছিলেন বিশাল ভরদ্বাজ, দিয়া মির্জা়, রিচা চাড্ডা, গওহর খান এবং তাপসী পান্নু । হিংসার ঘটনাকে মুম্বই হামলার সঙ্গে তুলনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ হামলাকারীদের পরিচয় প্রকাশ্যে আসবে বলেও মন্তব্য করেন তিনি ৷

Last Updated : Jan 7, 2020, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details