মুম্বই, 7 জানুয়ারি : রড নিয়ে দুষ্কৃতী হামলা চলেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর ৷ আক্রান্ত শিক্ষকরাও ৷ প্রতিবাদে পথে নেমেছে দলমত নির্বিশেষে পড়ুয়ারা ৷ মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও দেখা যায় প্রতিবাদ ৷ রাতভর প্রতিবাদে মুখর ছিল বাণিজ্যনগরী ৷ আজ সকালে প্রতিবাদীদের পুলিশের ভ্যানে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হল আজ়াদ ময়দানে ৷ গতকাল রাতে মুম্বইয়ের প্রতিবাদ সভায় এক মহিলাকে 'কাশ্মীরের মুক্তি'-র দাবি জানিয়ে পোস্টার হাতে দেখা যায় ৷ এরপরই সতর্ক হয়ে ওঠে পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগও ওঠে ৷
জোন 1-এর DCP সংগ্রামসিং নিশানদার বলেন, '' ফ্রি কাশ্মীর লেখা পোস্টার দেখা গিয়েছে JNU হামলার প্রতিবাদ সভায় ৷ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে ৷'' পুলিশের দাবি, প্রতিবাদীদের শত অনুরোধেও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়েই পুলিশ প্রতিবাদীদের 2 কিমি দূরে সরিয়ে দিয়েছে ৷ BJP প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া বলেন, তিনি FIR দায়ের করেছেন এই ঘটনায় ৷