পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উদ্ধবকে নিয়ে পোস্টের জের, ব্যক্তির মাথা মুড়িয়ে দিল সেনা ! - হিরমানি তিওয়ারি

সোশাল মিডিয়ায় উদ্ধব ঠাকরেকে নিয়ে সমালোচনামূলক পোস্ট করায় এক ব্যক্তির মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷

hirmani tiwari
হিরমানি তিওয়ারি

By

Published : Dec 24, 2019, 1:01 PM IST

Updated : Dec 24, 2019, 2:20 PM IST

মুম্বই, 24 ডিসেম্বর : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় এক ব্যক্তিকে মারধর করে মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শিবসেনার বিরুদ্ধে ৷ আক্রান্ত ব্যক্তির নাম হিরমানি তিওয়ারি ৷ ওয়াদালার ওই বাসিন্দা জানান, "নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় অশান্তির সঙ্গে জালিয়ানওয়ালাবাগের তুলনা করেছিলেন উদ্ধব ঠাকরে ৷ আমি তা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করি ৷ সেই কারণে আমাকে হেনস্থা করা হয় ৷ শিবসেনার 25 থেকে 30 জন আমার উপর আক্রমণ করে ৷ আমার মাথা মুড়িয়ে দেয় ৷"

ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হিরমানি তিওয়ারি থানায় যান ৷ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন ৷ কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ তিনি জানান, "পুলিশ প্রথমে অভিযোগ নেয় ৷ কিন্তু, পরে আমাকে সমঝোতা করতে বলে ৷" দোষীদের সাজার দাবি তুলেছেন তিনি ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সারা দেশের সঙ্গে সঙ্গে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ ৷ তাদের মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ যার নিন্দা করেন উদ্ধব ঠাকরে ৷ তিনি বলেন, "জালিয়ানওয়াবাগের মতো অবস্থা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ৷ ছাত্রদের সঙ্গে কেন্দ্রীয় সরকার যা করছে তা কাম্য নয় ৷ সরকারের এমন করা উচিত নয় ৷"

প্রসঙ্গত লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করেছিল শিবসেনা ৷ এই বিলে অনেক বিষয় পরিষ্কার নয়, এই অভিযোগে রাজ্যসভায় ভোটদান থেকে বিরত থাকে তারা ৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যসভাতেও বিলটি পাশ হয় ৷ এবং তা পরে আইনে পরিণত হয় ৷

Last Updated : Dec 24, 2019, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details