মুম্বই, 6 ফেব্রুয়ারি : মু্ম্বই হাইকোর্টে জামিন পেলেন পিটার মুখোপাধ্যায় । শিনা বোরা খুনের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতের তরফে জানানো হয়েছে । তবে এখনই ছাড়া পাচ্ছেন না তিনি ৷ সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন (CBI)-র অনুরোধে আদালত তার রায়ের উপর 6 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে ।
পিটার মুখোপাধ্যায়কে জামিন মুম্বই হাইকোর্টের - মুম্বই হাইকোর্টে জামিনে মুক্তি পিটার মুখোপাধ্যায়ের
শিনা বোরা খুনের ঘটনায় 2015 সালের 19 নভেম্বর পিটার মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় । আজ মুম্বই হাইকোর্টের বিচারপতি নীতিন সামব্রে 2 লাখ টাকার বন্ডে পিটার মুখোপাধ্যায়কে জামিন দেন ।
শিনা বোরা খুনের ঘটনায় 2015 সালের 19 নভেম্বর পিটার মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় । এই ঘটনায় তাঁর প্রাক্তন স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায় প্রধান অভিযুক্ত । 2012 সালে 24 এপ্রিল শিনা বোরাকে খুনের অভিযোগ ওঠে । ইন্দ্রাণীর আগের পক্ষের মেয়ে ছিলেন শিনা বোরা । মেয়েকে খুনের ঘটনায় গ্রেপ্তার হন ইন্দ্রাণী । 2015 সালে ঘটনাটি প্রকাশ্যে আসে । যখন ইন্দ্রাণীর গাড়ি চালক শ্যামওয়ার রাইকে অন্য একটি ঘটনায় গ্রেপ্তার করা হয় । গাড়িচালকের বিরুদ্ধে অভিযোগ, ইন্দ্রাণীকে মৃতদেহ লুকিয়ে ফেলতে সাহায্য করেছিল সে ।
মুম্বই হাইকোর্টের বিচারপতি নীতিন সামব্রে 2 লাখ টাকার বন্ডে পিটার মুখোপাধ্যায়কে জামিন দেন । বিচারপতি বলেন, "যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময়ে পিটার দেশে ছিলেন না । তিনি চার বছরের বেশি জেলে রয়েছেন । সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছে । "
TAGGED:
শিনা বোরা খুনের ঘটনা