পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জলপথে হতে পারে হামলা, হাই অ্যালার্ট মুম্বই উপকূলে - high alert

মুম্বইয়ের উপকূলে হাই অ্যালার্ট জারি করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী । পাশাপাশি কোনও সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে মুম্বই পুলিশকে বলেছে তারা ।

হাই অ্যালার্ট মুম্বই উপকূলে

By

Published : Aug 14, 2019, 11:53 AM IST

মুম্বই, 14 অগাস্ট : মুম্বইয়ের উপকূলে হাই অ্যালার্ট জারি করা হল । কোনও সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে মুম্বই পুলিশকে শহরের পূর্ব ও পশ্চিম উপকূলে পর্যাপ্ত আলো লাগানোর অনুরোধ জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী । উপকূলে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেও তৎক্ষণাৎ‌ খবর দেওয়ার জন্য বলা হয়েছে পুলিশকে ।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর রিজিওনাল কমান্ডার (পশ্চিম) এই অনুরোধ জানিয়ে মুম্বই পুলিশকে সোমবার একটি চিঠি লেখেন । চিঠিতে জলপথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কার গোয়েন্দা রিপোর্টের উল্লেখ আছে বলে জানা গেছে । এই বিষয়ে এক আধিকারিক বলেন, "দেশে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে । সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে ।"

মুম্বই পুলিশের বন্দর জ়োনের ডেপুটি কমিশনার রেশমি কারানদিকর জানান, রাতে সংবেদনশীল এলাকাগুলিতে প্যাট্রোলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে । মুম্বইয়ের 70টি তীরে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি আবর্জনার স্তূপ সরিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে লুকিয়ে কেউ শহরে ঢুকতে না পারে । ওই এলাকাগুলিতে যাতে কোনও গাড়ি দাঁড়িয়ে না থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে ।

প্রায় এগারো বছর আগে এই মুম্বই উপকূল দিয়ে ভারতে ঢুকে হামলা চালিয়েছিল 10 জঙ্গি ৷ 2008 সালের মুম্বই হামলায় প্রাণ গিয়েছিল 166 জনের ৷ তারপর থেকে উপকূলে নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়েছে উপকূল রক্ষী বাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details