মুম্বই, 14 অগাস্ট : মুম্বইয়ের উপকূলে হাই অ্যালার্ট জারি করা হল । কোনও সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে মুম্বই পুলিশকে শহরের পূর্ব ও পশ্চিম উপকূলে পর্যাপ্ত আলো লাগানোর অনুরোধ জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী । উপকূলে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেও তৎক্ষণাৎ খবর দেওয়ার জন্য বলা হয়েছে পুলিশকে ।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর রিজিওনাল কমান্ডার (পশ্চিম) এই অনুরোধ জানিয়ে মুম্বই পুলিশকে সোমবার একটি চিঠি লেখেন । চিঠিতে জলপথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কার গোয়েন্দা রিপোর্টের উল্লেখ আছে বলে জানা গেছে । এই বিষয়ে এক আধিকারিক বলেন, "দেশে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে । সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে ।"