পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোয়ারানটিন সেন্টার করতে প্রশাসনকে 19 তলার বিল্ডিং হস্তান্তর মুম্বইয়ের বিল্ডারের - মুম্বই

বর্তমান পরিস্থিতিতে মুম্বইয়ের অনেকেই প্রশাসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ৷ এরকমই মুম্বইয়ের এক বিল্ডার এবার প্রশাসনের সাহায্যে এগিয়ে এলেন ৷ ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারে পরিণত করতে বৃহন্মুম্বই পৌরনিগমের হাতে তুলে দিলেন তাঁর নবনির্মিত 19 তলার বিল্ডিং ৷

Representative Image
ছবিটি প্রতীকী

By

Published : Jun 21, 2020, 11:50 PM IST

মুম্বই, 21 জুন : মুম্বইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে মুম্বইয়ের অনেকেই প্রশাসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ৷ সেরকমই মুম্বইয়ের এক বিল্ডার প্রশাসনের সাহায্যে এগিয়ে এলেন ৷ ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার করতে বৃহন্মুম্বই পৌরনিগমের হাতে তুলে দিলেন তাঁর নবনির্মিত 19 তলা বিল্ডিং ৷

ওই বিল্ডারের নাম মেহুল সাংভি ৷ তিনি শিজী শরন ডেভেলপার্সের সঙ্গে যুক্ত ৷ বলেন, " বিল্ডিংয়ের ভাড়াটেদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিই ৷ কোরোনা আক্রান্তদের জন্য এই বিল্ডিংটি কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ "

মালাড়ের এস ভি রোডের 19 তলার এই বিল্ডিংটিতে 130 টি ফ্ল্যাট রয়েছে ৷ মহারাষ্ট্র সরকারের থেকে শংসাপত্র নেওয়ার পর বিল্ডিংটি তৈরি করা হয় ৷ ফ্ল্যাটের মালিকদের হাতে চাবি তুলে দেওয়ার জন্য সবকিছু তৈরি ছিল ৷ কিন্তু তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, বহুতলটি কোরোনা রোগীদের জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে ৷

এখনও পর্যন্ত 300 জন রোগীকে এই বহুতলটিতে স্থানান্তরিত করা হয়েছে ৷ এক একটি ফ্ল্যাটে চারজন করে রোগীকে রাখা হয়েছে ৷

বিল্ডিংটি কোয়ারানটিন সেন্টারে পরিবর্তন করার জন্য মালাড়ের সাংসদ গোপাল শেট্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ তিনি প্রথম মেহুল সাংভির সঙ্গে যোগাযোগ করেন ৷ তাঁকে বিল্ডিংটি প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য রাজি করান ৷

গোপাল শেট্টি বলেন, "আমরা খুশি যে, মেহুল সাংভির মতো মানুষ ব্যক্তিগত উদ্দেশ্যকে দূরে সরিয়ে রেখে এই কঠিন সময়ে ভালো কাজের উদ্যোগ নিয়েছেন ৷ আমার আশা করছি, অন্যরাও এইভাবে এগিয়ে আসবেন এবং আমাদের সাহায্য করবেন ৷"

শনিবার মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় আক্রান্ত হন 3 হাজার 874 জন ৷ এই নিয়ে মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 28 হাজার 205 ৷ গতকাল মৃত্যু হয়েছে 160 জনের ৷ ফলে, এই রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 হাজার 984 ৷

মুম্বইয়ে এখনও মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 65 হাজার 265 ৷ মোট মৃত্যু হয়েছে 3 হাজার 559 জনের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details