মুম্বই, 21 জুন : মুম্বইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে মুম্বইয়ের অনেকেই প্রশাসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ৷ সেরকমই মুম্বইয়ের এক বিল্ডার প্রশাসনের সাহায্যে এগিয়ে এলেন ৷ ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার করতে বৃহন্মুম্বই পৌরনিগমের হাতে তুলে দিলেন তাঁর নবনির্মিত 19 তলা বিল্ডিং ৷
ওই বিল্ডারের নাম মেহুল সাংভি ৷ তিনি শিজী শরন ডেভেলপার্সের সঙ্গে যুক্ত ৷ বলেন, " বিল্ডিংয়ের ভাড়াটেদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিই ৷ কোরোনা আক্রান্তদের জন্য এই বিল্ডিংটি কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ "
মালাড়ের এস ভি রোডের 19 তলার এই বিল্ডিংটিতে 130 টি ফ্ল্যাট রয়েছে ৷ মহারাষ্ট্র সরকারের থেকে শংসাপত্র নেওয়ার পর বিল্ডিংটি তৈরি করা হয় ৷ ফ্ল্যাটের মালিকদের হাতে চাবি তুলে দেওয়ার জন্য সবকিছু তৈরি ছিল ৷ কিন্তু তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, বহুতলটি কোরোনা রোগীদের জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে ৷
এখনও পর্যন্ত 300 জন রোগীকে এই বহুতলটিতে স্থানান্তরিত করা হয়েছে ৷ এক একটি ফ্ল্যাটে চারজন করে রোগীকে রাখা হয়েছে ৷